Hydrogen Train: আজই ট্র্যাকে গড়াবে প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা! কত হবে গতিবেগ, কতজন যাত্রী থাকবেন

Apr 01, 2025 | 1:42 PM

Hydrogen Train: 'হাইড্রোজেন ফর হেরিটেজ'-এর আওতায় ঐতিহ্যবাহী এবং পাহাড়ি রুটে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। হেরিটেজ রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Hydrogen Train: আজই ট্র্যাকে গড়াবে প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা! কত হবে গতিবেগ, কতজন যাত্রী থাকবেন
হাইড্রোজেন ট্রেন।
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: আজই রেলপথে চলবে প্রথম হাইড্রোজেন ট্রেন। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলবে এই ট্রেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি হয়েছে এই ট্রেন, যার ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ট্রায়াল শুরু হবে। এই ট্রেনটির ঘণ্টায় গতিবেগ ১১০ কিলোমিটার। ১২০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন এই ট্রেনটি ২৬৩৮ জন যাত্রী বহন করতে পারে।

রেল মন্ত্রক এই হাইড্রোজেন ট্রেন তৈরির জন্য ২,৮০০ কোটি টাকা বরাদ্দ করেছিল, যার আওতায় ৩৫টি ট্রেন প্রস্তুত করা হচ্ছে। এতে থাকবে ৮টি কোচ। ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে হাইড্রোজেন ট্রেন। বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হবে এটি।

‘হাইড্রোজেন ফর হেরিটেজ’-এর আওতায় ঐতিহ্যবাহী এবং পাহাড়ি রুটে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। হেরিটেজ রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

হাইড্রোজেন ট্রেনটি অন্যান্য ট্রেনে থেকে আলাদা। এটি সম্পূর্ণ দূষণমুক্ত। এটি পরিবেশ বান্ধব ট্রেন। হাইড্রোজেন ট্রেনটিতে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। এই প্রক্রিয়ায় শুধুমাত্র জল (H₂O) এবং শক্তি উৎপন্ন হয়, ফলে কোনও দূষণ হয় না।

Next Article