Flash Flood in Himachal Pradesh: হিমাচলে হড়পা বানে বিপর্যস্ত মান্ডি জেলা, মানালি হাইওয়েতে ভেসে গেল একাধিক গাড়ি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 25, 2023 | 8:23 PM

Flash Flood: কিরতপুর-মানালি হাইওয়ের বিভিন্ন জায়গায় ধস নামেছ। যার ফলে মাঝরাস্তায় আটকে পড়ে বাস সহ পর্যটকদের একাধিক গাড়ি। আবার ওয়ার্ল্ড হেরিটেজ কালকা-সিমলা রেললাইনেও ধস নামে। যার ফলে দুপুর পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Flash Flood in Himachal Pradesh: হিমাচলে হড়পা বানে বিপর্যস্ত মান্ডি জেলা, মানালি হাইওয়েতে ভেসে গেল একাধিক গাড়ি
হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা। ছবি সৌজন্য: এএনআই।

Follow Us

সিমলা: টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলা। এর উপর রবিবার মান্ডি (Mandi) জেলায় বিয়াস নদীতে হঠাৎ করে হড়পা বান আসায় ভেসে গিয়েছে একাধিক গাড়ি। অনেক জায়গায় ধসও নেমেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঝুঁকি এড়াতে বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় দুপুরে ট্রেন চলাচলও স্থগিত হয়ে যায়। এছাড়া অনেকগুলি বাড়ি বিপদের মুখে রয়েছে।

প্রশাসন সূত্রে খবর, হিমাচল প্রদেশের উধর, ধর্মপুর, জাবলী সহ কিরতপুর-মানালি হাইওয়ের বিভিন্ন জায়গায় ধস নামেছ। যার ফলে মাঝরাস্তায় আটকে পড়ে বাস সহ পর্যটকদের একাধিক গাড়ি। আবার ওয়ার্ল্ড হেরিটেজ কালকা-সিমলা রেললাইনেও ধস নামে। যার ফলে দুপুর পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ধ্বংসস্তূপ সরিয়ে ট্রেন পরিষেবা শুরু করা হয়। আবার কুলু শহরে হড়পা বানে ভেসে গিয়েছে কমপক্ষে ৮টি গাড়ি। আরকি মহকুমা এলাকায় অন্তত ৩০-৩৫টি ছাগল ভেসে গিয়েছে।

আবার শনিবারের সারা রাতের প্রচণ্ড বৃষ্টিতে ও বিয়াস নদীতে হড়পা বানে ভেসে গিয়েছে মান্ডি জেলার সদর বিধানসভার পঞ্চায়েত মান্থালা। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান মান্ডি সদরের বিধায়ক অনিল শর্মা। রাস্তা ও মান্থালা কমিউনিটি হল পরিষ্কার করে ত্রাণ দেওয়ার ব্যাপারে তিনি জল শক্তি দফতর ও পূর্ত দফতরের আধিকারিকদের নির্দেশ দেন। সবমিলিয়ে, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলা।

এদিকে, আগামী ৫-৬ দিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হলে বলে সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। ভারী বৃষ্টিপাতের জেরে দৃশ্যমানতাও কমে গিয়েছে। ফলে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Next Article