নয়া দিল্লি: বিমানযাত্রীদের জন্য সুখবর! কমছে বিমানভাড়া। একেবারে ১৪ শতাংশ থেকে ৬১ শতাংশ পর্যন্ত বিমান ভাড়া কমানো হয়েছে। বিমান সংস্থাগুলির উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। তবে সমস্ত রুটে নয়, বিশেষ কয়েকটি রুটেই বিমানভাড়া (Flight fare) কমানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বিভিন্ন রুটে বিমান ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বিমান ভাড়ায় রাশ টানতে আসরে নামেন খোদ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত ৬ জুন, মঙ্গলবার বিমান সংস্থাগুলির উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকের পরই বিমান ভাড়া কম হওয়ার কথা জানান সিদ্ধিয়া। দিল্লির সঙ্গে সংযুক্ত শ্রীনগর, লেহ, পুনে এবং মুম্বইয়ের বিমান ভাড়া কমানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের বিমান ভাড়ার উপর ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) এবং অসমারিক বিমান পরিবহণ মন্ত্রক নজর রাখছে বলেও জানান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানান, বিমান সংস্থাগুলির বিমানভাড়া নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে, যেটা বাজারের সঙ্গে নিয়ন্ত্রিত হয়। অসমারিক বিমান পরিবহণের বাজার দেশের মরশুমের ভিত্তিতে নিয়ন্ত্রিত হয়। যদি জোগানের তুলনায় চাহিদা বেশি হয়, বিমান ভাড়াও বেশি হয়। তবে বিমান সংস্থাগুলির সামাজিক দায়িত্ববোধ রয়েছে এবং বিমানভাড়া বাড়ানোর ক্ষেত্রেও নিয়ন্ত্রণ থাকা উচিত বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে অসমারিক বিমান পরিবহণ মন্ত্রকের ভূমিকা তুলে ধরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, তাঁর মন্ত্রক বিমান ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে কেবল সহায়তা করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে না।
প্রসঙ্গত, বিমান সংস্থাগুলির উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠকে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিমান ভাড়া কমানোর আবেদন জানান। অশান্তি-বিধ্বস্ত মণিপুর এবং ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “মণিপুর এবং ওড়িশায় অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে। এই পরিস্থিতিতে বিমান ভাড়ার দিকে একটু নজর দেওয়া উচিত। এছাড়া দিল্লি থেকে শ্রীনগর, লেহ, মুম্বই, পুনে, আহমেদাবাদ এবং বেঙ্গালুরুর বিমান ভাড়া অত্যধিক। এই সময়ে টিকিটের চাহিদা বৃদ্ধি পেলেও ভাড়ার বিষয়টি মানবিক দিক থেকে দেখা উচিত।”