Ayodhya Airport: রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগেই নতুন রূপে আসতে চলেছে অযোধ্যা বিমানবন্দর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 24, 2023 | 11:45 PM

Ayodhya Airport: আগামী বছরের জানুয়ারিতেই দ্বারোদ্ঘাটন হবে অযোধ্যার রাম মন্দিরের। এটি হিন্দুদের ৭টি প্রসিদ্ধ তীর্থক্ষেত্রের মধ্যে একটি হবে। সেজন্য অযোধ্যা বিমানবন্দরে যাত্রীদের যাতায়াতের সংখ্যা বাড়বে বলে মনে করছে কেন্দ্র। অযোধ্যা বিমানবন্দর হিন্দু তীর্থক্ষেত্রের গেটওয়ে হবে বলেও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখিত।

Ayodhya Airport: রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগেই নতুন রূপে আসতে চলেছে অযোধ্যা বিমানবন্দর
অযোধ্যা বিমানবন্দর।

Follow Us

অযোধ্যা: আগামী বছরের গোড়াতেই সর্বসাধারণের জন্য খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের (Ram Temple) দ্বার। তার আগেই চালু হয়ে যাবে অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর (Ayodhya Airport)। চলতি বছরের শেষেই অযোধ্যা বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু হয়ে যাবে। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যেই চলতি বছর অযোধ্যা বিমানবন্দরের মানোন্নয়ন করে পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র। এবার এই বিমানবন্দরটি আগের তুলনায় ৫ গুণ বড় হচ্ছে।

বর্তমানে অযোধ্যা বিমানবন্দরের টার্মিনালটি ৬,২৫০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। যেখানে একসঙ্গে ৫০০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। এছাড়া রানওয়ে রয়েছে ২,২০০ মিটার এবং একসঙ্গে চারটি বিমান পার্কিংয়ের সুবিধা রয়েছে। এবার এর ৫ গুণ বড় করার প্রস্তাব পেশ করেছিল কেন্দ্র।

কেন্দ্রের প্রস্তাব মোতাবেক, ৩০,০০০ বর্গমিটার এলাকাজুড়ে হবে অযোধ্যা বিমানবন্দরের টার্মিনাল। যেখানে একসঙ্গে ৩,২০০ যাত্রীর ধারণক্ষমতা সম্ভব। এছাড়া রানওয়েটি হবে ৩,১২৫ মিটার এবং একসঙ্গে ৮টি বিমান পার্কিং করা যাবে।

প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারিতেই দ্বারোদ্ঘাটন হবে অযোধ্যার রাম মন্দিরের। এটি হিন্দুদের ৭টি প্রসিদ্ধ তীর্থক্ষেত্রের মধ্যে একটি হবে। সেজন্য অযোধ্যা বিমানবন্দরে যাত্রীদের যাতায়াতের সংখ্যা বাড়বে বলে মনে করছে কেন্দ্র। সেজন্যই অযোধ্যা বিমানবন্দর আরও বড় করার পরিকল্পনা করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অযোধ্যা বিমানবন্দর হিন্দু তীর্থক্ষেত্রের গেটওয়ে হবে বলেও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Next Article