CJI NV Ramana: এজলাসের শেষ দিনে চমক, সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রমণের রায়দান দেখতে পাবে সাধারণ মানুষও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 26, 2022 | 11:52 AM

CJI NV Ramana: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণের বেঞ্চে মামলার শুনানিরই লাইভ স্ট্রিমিং করা হবে। ২০১৮ সালের পর এই প্রথম সুপ্রিম কোর্টের কোনও মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হবে।

CJI NV Ramana: এজলাসের শেষ দিনে চমক, সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রমণের রায়দান দেখতে পাবে সাধারণ মানুষও
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশের বড় বড় মামলার বিচার, রায়দান হয় সুপ্রিম কোর্টে। কীভাবে কাজ হয় দেশের শীর্ষ আদালতে, তা জানার আগ্রহ রয়েছে কমবেশি সকলেরই। এবার সেই সুযোগই পাবেন সাধারণ মানুষ। শীর্ষ আদালতে মামলার বিচার ও শুনানির হবে লাইভ-স্ট্রিমিং। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণের বেঞ্চে মামলার শুনানিরই লাইভ স্ট্রিমিং করা হবে। ২০১৮ সালে লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টের কোনও মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হবে।

আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি  হিসাবে এন ভি রমণের শেষ দিন। আগামিকাল থেকে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ইউইউ ললিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শেষদিনে তিনি পাঁচটি বড় মামলার শুনানি করবেন। সুপ্রিম কোর্টের ওয়েবকাস্ট পোর্টালে এই মমলাগুলির লাইভ স্ট্রিমিং হবে। তবে কেবলমাত্র আজকের জন্যই নাকি পরবর্তী সময়েও সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া ও রায়দানের লাইভ স্ট্রিমিং করা হবে, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, সংবিধানের ২১ নম্বর ধারায় আদালতের বিচারপক্রিয়ার লাইভ টেলেকাস্ট করা যাবে। এরপরই সুপ্রিম কোর্টের ই-কমিটি লাইভ স্ট্রিমিংয়ের জন্য গাইডলাইন তৈরি করে। বর্তমানে গুজরাট, ওড়িশা, কর্নাটক, ঝাড়খণ্ড, পটনা ও মধ্য প্রদেশ হাইকোর্ট তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং করে।

আজ প্রধান বিচারপতি এনভি রমণ, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি সিটি রবিকুমার যে মামলাগুলির শুনানি করবেন, সেগুলি হল নির্বাচনে রাজনৈতিক দলগুলির বিনামূল্যে জিনিস দান,  ২০০৭ সালের গোরক্ষপুর দাঙ্গা, কর্নাটক খনি মামলা, রাজস্থান খনি লিজ মামলা ও দেউলিয়া আইনের নীতি।

Next Article