নয়া দিল্লি: মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধার কাণ্ডে অবশেষে এনআইএ-র জালে ধরা পড়ল অন্যতম অভিযুক্ত। কবীর তলওয়ার নামক ওই দিল্লির ব্যবসায়ীকে বৃহস্পতিবারই গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই মামলায় প্রিন্স শর্মা নামক আরেক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে প্রায় ৩ হাজার কেজির যে মাদক উদ্ধার হয়েছিল, তা আমদানির সঙ্গে এই দুই ব্যবসায়ী প্রত্যক্ষভাবে জড়িত বলেই জানা গিয়েছে এনআইএ সূত্রে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃত কবীর তলওয়ার ওরফে হরপ্রীত তলওয়ার বিদেশ থেকে ভারতে মাদক আমদানির অন্যতম চক্রী। মূলত আফগানিস্তান থেকে হাওয়ালা চ্যানেলের মাধ্যমেই ভারতে মাদক আমদানি করত এবং তা বিভিন্ন পাচারকারীদ্র হাত দিয়ে গোটা দেশে ছড়িয়ে দিত। নিজেকে ব্যবসায়ী হিসাবে পরিচয় দেওয়া কবীর দিল্লির সম্রাট হোটেলের প্লেবয় ক্লাবের মালিক।
গত বছরের সেপ্টেম্বর মাসেই গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে ২ হাজার ৯৮৮ কেজি হিরোইন বাজেয়াপ্ত হয়। মাদক উদ্ধারের সেই ঘটনায় দেশের ২০টি জায়গায় তল্লাশি চালিয়ে হরপ্রীত সিং ওরফে কবীর তলওয়ার ও প্রিন্স শর্মাকে গ্রেফতার করে এনআইএ। দুইজনকেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল দিল্লির ১৪টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। এছাড়া পশ্চিমবঙ্গের তিন জায়গায় ও পঞ্জাব-গুজরাটে তল্লাশি চালানো হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, পাউডার, বিটুমিনাস কয়লার মধ্যে লুকিয়ে হিরোইন পাচার হচ্ছিল। আফগানিস্তান থেকে সমুদ্রপথে দেশে হিরোইন পাচার করা হচ্ছিল। মুন্দ্রা বন্দরে পৌঁছনোর পর হিরোইন পৌঁছে দেওয়া হত দিল্লিতে। এই কাজে জড়িত থাকত বহু আফগান নাগরিকও। দিল্লি থেকে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশেও পৌঁছে যেত ওই হিরোইন।