নয়া দিল্লি: দেশের প্রায় প্রতিটি বিমানবন্দরে মাঝে মধ্যেই শুল্ক দফতরের হাতে উদ্ধার হয় বেআইনি সোনা, মূল্যবান দ্রব্য বা নগদ টাকা। বিদেশি নোট উদ্ধারের ঘটনাও নতুুন নয়। তবে দিল্লি বিমানবন্দরে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তাতে শুল্ক দফতরের অফিসাররাও রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। শুক্রবার তিন বিদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ কোটির বিদেশি নোট। তিনজনকেই আটক করা হয়।
সূত্রের খবর, ওই তিনজনের জুতোর ভিতরে রাখা ছিল তাড়া তাড়া নোট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ওই তিন যাত্রীর নিয়ম মাফিক তল্লাশি চালানোর সময়েই উদ্ধার হয় টাকা। তিনজনই তাজিকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে। ইস্তানবুলের বিমান ধরতেই তাঁরা বিমানবন্দরে গিয়েছিলেন। একসঙ্গে এত বেশি বিদেশি নোট উদ্ধারের ঘটনা দেশের কোনও বিমানবন্দরে কখনও ঘটেনি বলেই জানিয়েছে শুল্ক দফতর।
জানা গিয়েছে, লাগেজের ভিতরে ছিল জুতো। সেই জুতোর মধ্যে গুঁজে রাখা ছিল এই সব নোট। ব্যাগ চেক করতে যেতেি সন্দেহ হয় অফিসারদের। ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে নোট। সঙ্গে সঙ্গে যাত্রীদের আটর করা হয়। হিসেব করে দেখা যায়, ওই নোটের মূল্য ৭ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১০.৬ কোটি। নোটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই নোটগুলি।