S Jaishankar: ‘পশ্চিমী দুনিয়া মানেই খারাপ, এই ধারণা থেকে বেরতে হবে’, নাম না করেই চিনকে কটাক্ষ জয়শঙ্করের
India-China: চিনের বাণিজ্য়নীতি নিয়ে পরোক্ষে কটাক্ষ করে তিনি জানান, বিগত ১৫-২০ বছরে বৈশ্বায়নের বৈষম্যের জন্য বিভিন্ন দেশের পণ্য, উৎপাদন ও কর্মসংস্থান চাপের মুখে পড়েছে, কারণ তাদের বাজার সস্তা পণ্যে ভরে যাচ্ছে।
নয়া দিল্লি: পশ্চিমী দুনিয়া মানেই খারাপ নয়। দীর্ঘ সময় ধরে যে এই ধারণা বয়ে আনা হচ্ছেে, তা এবার পরিত্য়াগ করা উচিত। এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। রবিবার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমী বিশ্ব খারাপ নয়, কারণ তারা এশিয়া ও আফ্রিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য এনে ভাসিয়ে দিচ্ছে না। এই নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসা উচিত এবার।”
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “পশ্চিমী বিশ্ব এশিয়া ও আফ্রিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য় দিয়ে ভাসিয়ে দিচ্ছে না। আমার মনে হয়, ওই পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসা উচিত যে পশ্চিমী দুনিয়া খারাপ এবং উন্নয়নশীল দেশগুলির বিরুদ্ধে। বিশ্ব আরও জটিল হয়ে গিয়েছে, সেই সঙ্গে সমস্য়াগুলি আরও জটিল হয়ে গিয়েছে।”
সম্প্রতিই হয়ে যাওয়া জি-২০ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং কেন আসেননি, এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “কারণ ওরা (চিন) চায়নি ভারতকে গ্লোবাল সাউথের নেতৃত্ব হিসাবে দেখতে।”
চিনের বাণিজ্য়নীতি নিয়েও পরোক্ষে কটাক্ষ করে তিনি জানান, বিগত ১৫-২০ বছরে বৈশ্বায়নের বৈষম্যের জন্য বিভিন্ন দেশের পণ্য, উৎপাদন ও কর্মসংস্থান চাপের মুখে পড়েছে, কারণ তাদের বাজার সস্তা পণ্যে ভরে যাচ্ছে। করোনা প্যান্ডেমিক এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শক্তি ও খাদ্যপণ্যের দাম বাড়ছে বলেই জানান বিদেশমন্ত্রী।
চন্দ্রযান-৩ এবং করোনাকালে ভ্যাকসিন উৎপাদনের সাফল্যের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “বিগত কয়েক বছরে ভারত যেভাবে উৎপাদন ও বিজ্ঞান ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, তা গ্লোবাল সাউথের মধ্যে একটা ধারণা তৈরি করেছে যে আমাদের মধ্যে কেউ একজন উঠে দাঁড়ালে সকলেরই উন্নয়ন ও অগ্রগতি হবে।”