ভারতে এবার বিদেশিরাও নিতে পারবেন ভ্যাকসিন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 10, 2021 | 7:45 AM

Vaccination in India: কোউইনে (CoWin) পাসপোর্ট দিয়ে নাম নথিভুক্ত করাতে পারবেন বিদেশি নাগরিকেরা।

ভারতে এবার বিদেশিরাও নিতে পারবেন ভ্যাকসিন
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকেরাও এ বার নিতে পারবেন ভ্যাকসিন (Vaccine)। সোমবার এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তরফে। ভারতে ভ্যাকসিন পাওয়ার জন্য কেন্দ্রের কোউইন পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে বিদেশি নাগরিকদের। পরিচয় পত্র হিসেবে দিতে হবে পাসপোর্ট। সোমবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি টুইট করেন। সেখানে তিনি জানিয়েছেন, একসঙ্গে লড়াই করে জিততে হবে। তিনি উল্লেখ করেন, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরাও কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করে ভ্যাকসিন নিতে পারবেন। এতে সবাই নিরাপদে থাকতে পারবেন।

দেশের বিভিন্ন শহরে থাকেন বহু বিদেশি নাগরিক। তাঁদের মধ্যেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। ফলে বিদেশি নাগরিকদেরও টিকা দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, বিদেশিদের ভ্যাকসিন দিলে তাঁরা নিজেরাও সুস্থ থাকবেন, তাঁদের থেকে অন্য কারও মধ্যেও সংক্রমণ ছড়াবে না।

এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কী ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়া যাবে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে হোয়াটসঅ্যাপে ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়ার কথা ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক। রবিবারই মন্ত্রকের তরফে জানানো হয়েছে কত সহজে মুহূর্তে হাতের মুঠোয় চলে আসতে পারে টিকার শংসাপত্রটি। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার দফতরের টুইটার হ্যান্ডেলে এদিন এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘প্রযুক্তিকে সাধারণ মানুষের জীবনে কাজে লাগিয়েই বিপ্লব হবে। এবার কোভিড-১৯ এর ভ্যাকসিনের শংসাপত্র সহজেই হোয়াটসঅ্যাপে পেতে পারেন। MyGov করোনা হেল্পডেস্কে মাত্র তিনটি সহজ ধাপ পার করতে হবে এর জন্য। অনেক জায়গাতেই প্রবেশাধিকারের জন্য ভ্যাকসিনের সার্টিফিকেট দেখানো জরুরি। তাই এই ব্যবস্থা করেছে কেন্দ্র। আরও পড়ুন: পেগাসাস প্রস্তুতকারী NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি কেন্দ্রের, বিবৃতি দিয়ে জানাল প্রতিরক্ষা মন্ত্রক

Next Article