পেগাসাস প্রস্তুতকারী NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি কেন্দ্রের, বিবৃতি দিয়ে জানাল প্রতিরক্ষা মন্ত্রক

প্রথমবার পেগাসাস নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে জবাব দিল কেন্দ্র।

পেগাসাস প্রস্তুতকারী NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি কেন্দ্রের, বিবৃতি দিয়ে জানাল প্রতিরক্ষা মন্ত্রক
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 10:22 PM

নয়া দিল্লি: পেগাসাস নিয়ে বিরোধীদের বিক্ষোভের মুখে জবাব দিল কেন্দ্র। আজ, সোমবার সংসদে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যে ইজরায়েলি সংস্থা এনএসও-র সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি কেন্দ্রের। এ দিন এই বিষয়ে বিবৃতি দেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট। এই প্রথমবার কেন্দ্রের তরফ থেকে আড়িপাতার ঘটনায় কোনও স্পষ্ট জবাব দেওয়া হল। বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় সংসদ। এরই মধ্যে এই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির পর এবার পেগাসাস ইস্যুতে বিবৃতি দিল কেন্দ্র।

এদিন রাজ্যসভার অধিবেশনে পেগাসাস প্রসঙ্গ তোলেন সিপিএম সাংসদ ভি শিবদাসন। তিনি জানতে চান, কেন্দ্রের সঙ্গে পেগাসাস প্রস্তুতকারক সংস্থা এনএসও-র কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা। সেই প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট স্পষ্ট জানান, ইজরায়েলি সংস্থার সঙ্গে কোনও রকম আর্থিক লেনদেন হয়নি কেন্দ্রের।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এ প্রকাশিত তথ্যে দাবি করা হয়, ভারতের আইনজীবী, বিচারপতি, ব্যবসায়ী, সরকারি আধিকারিক-সহ প্রায় ৩০০ জনের ফোনে আড়ি পাতা হয়েছে এই পেগাসাসের মাধ্যমে। এই তালিকায় রয়েছেন ভারতের ৪০ জন সাংবাদিক, তিন বিরোধী নেতা, একজন সাংবিধানিক প্রধান, মোদী সরকারের দুই বর্তমান মন্ত্রী, বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রাক্তন এবং বর্তমান প্রধান-সহ অনেকেই। এমনকি তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে সেই তালিকায়।

মোদী সরকারের তরফে দাবি করা হয়েছে, অধিবেশনের আগে এরকম একটি অভিযোগ আদতে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, এর পিছনে শুধু রাজনৈতিক দলই নয়, বিশ্বের অন্যান্য দেশও রয়েছে। অন্যদিকে, তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের দাবি, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এই ইস্যুতে বারবার স্পষ্ট জবাব চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। অবশেষে আজ সেই জবাবই মিলেছে রাজ্যসভায়। আরও পড়ুন: ‘রাজ্যের কাছে কি কিছুই নেই?’ মামলা পিছিয়ে যাওয়ায় সরকারি আইনজীবীকে ভর্ৎসনা আদালতের