Tajmahal: তাজমহল প্রাঙ্গনে ছড়িয়ে থাকা প্লাস্টিক পরিষ্কার করলেন বিদেশিনী!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 19, 2023 | 5:24 PM

ওই বিদেশি পর্যটক তাজমহলে ঘুরতে এসে দেখেন তাজমহল প্রাঙ্গনের এখানে ওখানে ছড়িয়ে রয়েছে প্রচুর প্লাস্টিকের জুতো কভার। তা দেখে নিজের হতাশা গোপন করেননি তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই বিদেশি মহিলা লিখেছেন, “তাজমহল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত।”

Tajmahal: তাজমহল প্রাঙ্গনে ছড়িয়ে থাকা প্লাস্টিক পরিষ্কার করলেন বিদেশিনী!
বিদেশিনী পরিষ্কার করেছেন তাজমহলের নোংরা

Follow Us

আগ্রা: তাজমহলের অন্দরে ঢুকতে গেলে জুতো খুলে যেতে হয়। সেখানে প্রবেশের ক্ষেত্রে প্লাস্টিকের জুতোর কভার পরা বাধ্যতামূলক। প্রতিদিন এই সৌধ দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। সকলকেই পরতে হয় জুতো কভার। কিন্তু অনেকেই আছেন, যাঁরা প্লাস্টিকের জুতো কভার যথাযথ জায়গায় ফেলে যান না। এর জেরে প্রচুর প্লাস্টিকের জুতো কভার পড়ে থাকে তাজমহল প্রাঙ্গনে। এ ভাবে ছড়িয়ে থাকা জুতো কভার নিজের হাতে পরিষ্কার করলেন এক বিদেশী পর্যটক। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

ওই বিদেশি পর্যটক তাজমহলে ঘুরতে এসে দেখেন তাজমহল প্রাঙ্গনের এখানে ওখানে ছড়িয়ে রয়েছে প্রচুর প্লাস্টিকের জুতো কভার। তা দেখে নিজের হতাশা গোপন করেননি তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই বিদেশি মহিলা লিখেছেন, “তাজমহল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত।” সেই ছবি ভাইরাল হতেই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রবল সমালোচনা করেছেন নেটিজেনরা। এই ধরনের অবহেলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ নেটিজেনদের একাংশের।

ছবি দিয়ে তাজমহলকে পরিষ্কার রাখার কথা বলেও ক্ষান্ত থাকেননি ওই বিদেশিনী। তিনি তাজমহল প্রাঙ্গনে পড়ে থাকা প্লাস্টিকের জুতো কভার নিজে তুলে পরিষ্কার করেছেন। এ ঘটনার জন্য আগ্রা পর্যটন ওয়েলফেয়ার চেম্বারের আধিকারিক বিশাল শর্মা সাধারণ মানুষের সাধারণ জ্ঞানের অভাবকেই দায়ী করেছেন। এ ব্যাপারে দর্শকদেরও আরও দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মীদের গাফিলতির কথাও স্বীকার করে নিয়েছেন তিনি।

Next Article