বেঙ্গালুরু: মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। সঙ্গে মৃত্যু হল মায়েরও। রাস্তায় ফুটপাতে পড়েছিল বিদ্যুতের ওই তারটি। তখন সেই তারে পা দিতেই মৃত্যু হল মা ও মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ছ’টা নাগাদ। জানা গিয়েছে, বছর তেইশের সৌন্দর্য্য তাঁর ন’মাসের সন্তানকে নিয়ে বেঙ্গালুরু থেকে তামিলনাড়ু ফিরছিলেন। অভিযোগ, সেই সময় বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের বিদ্যুতের তার পড়েছিল ফুটপাতের উপরে। সেখানে পা দিতেই তড়িদাহত হন মা মেয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
ঘটনার পর বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা রুজু করেছে। শুধু তাই নয়, কেন রাস্তার উপর এ ভাবে খোলা তার ফেলে রাখা ছিল সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করতে কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। বস্তুত, এর আগে বৃষ্টির সময় জল জমে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালিকার। অপরদিকে, গত বছরও এই রকমভাবে বিদ্যুতের তারে ২২ বছরের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।