আহমেদাবাদ: বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন বন বিভাগের এক অফিসার। ওই বিবাহিত মহিলার এক আত্মীয়কে জামিন দেওয়ার নাম করে রেঞ্জ ফরেস্ট অফিসার তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এর পরই বন দফতরের অভিযুক্ত অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুজরাতের গির সোমনাথ জেলার ভেরাভালে।
জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার এক আত্মীয়কে গ্রেফতার করেছিল বন দফতর। সেই আত্মীয়ের জামিনের ব্যবস্থা করার জন্য বন দফতরের ওই অফিসারকে অনুরোধ করেছিলেন ওই মহিলা। ওই মহিলার অভিযোগ, আত্মীয়ের জামিন করানোর জন্য ওই অফিসার যৌন সম্পর্ক করতে বাধ্য করেন। অভিযোগ, এর পর থেকে নানা অছিলায় বিবাহিত মহিলাকে নিজের অফিসে ডেকে পাঠাতেন ওই অফিসার। সেখানে বেশ কয়েক বার তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওই মহিলার। পাশাপাশি নিজের কোয়ার্টারেও ওই অফিসার মহিলাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। এমনকি বাধা দিলে ওই অফিসার মহিলার স্বামী এবং ছেলেকে খুনের হুমকি দিতেন বলে অভিযোগ। এই কাজে অফিসারকে সাহায্য করার জন্য বন দফতরের এক গাড়ি চালক ও অ্য়াম্বুল্যান্স চালককেও গ্রেফতার করা হয়েছে।
এর পরই ভেরাভাল থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। হরেশ ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার পরই গ্রেফতার হয়েছেন তাঁরা। ভেরাভালের ডেপুচি পুলিশ সুপার জানিয়েছেন, ২৮ জুলাই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। এর পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বন বিভাগের অফিসার, গাড়ির চালক এবং অ্যাম্বুল্যন্সের চালককে গ্রেফতার করা হয়েছে। সম্মতিতে ওই মহিলা যৌনতা করেছিলেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।