সর্বভারতীয় জোটের ডাক দিলেও দলের ভাঙন রুখতেই ব্যর্থ কংগ্রেস, ইস্তফা দিলেন সুস্মিতা দেব

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 16, 2021 | 9:51 AM

ইতিমধ্যেই নিজের টুইটার অ্যাকাউন্টের বায়োতেও নিজেকে প্রাক্তন সাংসদের পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সদস্য ও মহিলা কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন।

সর্বভারতীয় জোটের ডাক দিলেও দলের ভাঙন রুখতেই ব্যর্থ কংগ্রেস, ইস্তফা দিলেন সুস্মিতা দেব
সুস্মিতা দেব। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: একদিকে যেখানে সমস্ত বিরোধীদের জোটের জল্পনা চলছে, সেখানেই ফের কংগ্রেসে ধরল ভাঙন। এ বার পদত্যাগ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা রাহুল গান্ধীর ঘনিষ্ট নেত্রী সুস্মিতা দেব (Sushmita Dev)। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন।

কয়েকদিন আগে অবধিও বাদল অধিবেশনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে সামনের সারিতে হাজির থাকতেন অসমের কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ। দিল্লি নাবালিকা ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে ছবি পোস্ট করাকে ঘিরেও রাহুল গান্ধীর পাশাপাশি সুস্মিতা দেবের আক্যাউন্টও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আচমকাই এ দিন সকালে জানা যায় দলের সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি।

কংগ্রেস নেত্রীকে লেখা সেই চিঠিতে তিনি লিখেছেন, “তিন দশক ধরে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ করছি। এতদিন ধরে আমার পাশে থাকার জন্য সকল সতীর্থ, নেতা-মন্ত্রীদের অনেক ধন্যবাদ। এই তিন দশকের স্মৃতি আমি চিরকাল আমি মনে রাখব।” জনসেবার কাজেই তিনি জড়িত থাকবেন, এই কথা জানিয়ে ব্যক্তিগতভাবে তিনি সনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, “অনবরত পথ প্রদর্শন ও সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ।” ইতিমধ্যেই নিজের টুইটার অ্যাকাউন্টের বায়োতেও নিজেকে প্রাক্তন সাংসদের পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সদস্য ও মহিলা কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন।

চলতি বছরের অসম বিধানসভা নির্বাচনের আগেই সুস্মিতা দেব পদত্য়াগ করতে পারেন, এই জল্পনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া জুড়েই খবর ছড়িয়েছিল যে সুস্মিতা দেব নাকি দল থেকে ইস্তফা দিয়েছেন। দলের অন্দরে তাঁর মতামতকে গুরুত্ব না দেওয়ায় ও নির্বাচনে প্রার্থী নির্বাচনে তার মতামত গ্রহণ না করার অভিযোগেই তিনি ইস্তফা দিয়েছেন। সেই সময় ইস্তফার জল্পনা উড়িয়ে দিলেও এ বার সেই আশঙ্কাই সত্যি হল। যদিও কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন, তা জানাননি।  আরও পড়ুন: ‘মরে যেতে পারতাম,’ এসএসকেএম-এ মন্তব্য দোলার, ফিরহাদ বললেন, ‘আমরা তো ইট ছুড়ি না!’

Next Article