Oliver Kahn: শেষ ম্যাচ ছিল এখানেই, ১৫ বছর পর ভারতে পা রাখবেন অলিভার কান

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 08, 2023 | 12:29 PM

Oliver Kahn India Visit: ফুটবল কেরিয়ারে ইতি টেনেছিলেন এই দেশেই শেষ ম্যাচ খেলে। সালটা ছিল ২০০৮। দীর্ঘ ১৫ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিখ্যাত জার্মান ফুটবলার অলিভার কান।

Oliver Kahn: শেষ ম্যাচ ছিল এখানেই, ১৫ বছর পর ভারতে পা রাখবেন অলিভার কান
অলিভার কান।
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ফুটবল কেরিয়ারে ইতি টেনেছিলেন এই দেশেই। শেষ ম্যাচ খেলে গিয়েছিলেন ২০০৮ সালে। দীর্ঘ ১৫ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিখ্যাত জার্মান ফুটবলার অলিভার কান (Oliver Kahn)। শনিবার তিনি সমাজমাধ্যমে পোস্ট করে ভারতে আসার কথা ঘোষণা করেন।

শনিবার বায়ার্ন মিউনিখের প্রাক্তন সিইও অলিভার কান একসঙ্গে ফেসবুক, ইন্সটাগ্রাম ও এক্স হ্যান্ডেলে পোস্ট করে আগামী সপ্তাহে ভারতে আসার কথা জানান। পোস্টে তিনি লেখেন, “নমস্তে, ২০০৮ সালে আমার অসাধারণ ফেয়ারওয়েল ম্যাচ হয়েছিল ভারতে। আগামী সপ্তাহে আমি আবার এই অসাধারণ, মনমুগ্ধকর সংস্কৃতির দেশে আসছি। আমি ফুটবলপ্রেমীদের সঙ্গে দেখা করব এবং ভারতে ফুটবলের উন্নতি সম্পর্কে আরও জানার চেষ্টা করব।”

১৯৯৪ সাল থেকে ২০০৬ সাল অবধি জার্মান জাতীয় দলে ফুটবল খেলতেন অলিভার কান। পাশাপাশি তিনি বায়ার্ন মিউনিখের গোলকিপারও ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮টি বুন্দেশলিগা টাইটেল, ৬টি ডিএফবি-পোকাল ও উয়েফা কাপ। পরপর চারবার ইউরোপ সেরা গোলকিপারের পুরস্কারও রয়েছে কানের ঝুলিতে। ২০০২ সালের বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছিলেন। তাঁর আগে বা পরের বিশ্বকাপে কোনও গোলকিপার এমন সাফল্য পাননি। যে কারণে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের তালিকায় রাখা হয় তাঁকে। ২০২১ সালে  তিনি বায়ার্ন মিউনিখের সিইও হিসাবে যোগ দেন। ইউরোপিয়ান ফুটবলে বায়ার্নের সাফল্য ধরে রাখা, ক্লাবকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সঙ্গে নতুন প্রজন্মকে তুলে আনার কাজ করে যাচ্ছেন কান। সেই তাঁর আবার ভারতে পা রাখা নিশ্চিত ভাবে এ দেশের গোলকিপারদের উৎসাহ দেবে।

Next Article