নিউ দিল্লি: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি গিয়ানি জ়ৈল সিং এর নাতি ইন্দ্রজিৎ সিং। নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁর হাতে দলীয় সদস্যপত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
স্বাধীন ভারতে সপ্তম রাষ্ট্রপতি ছিলেন জ়ৈল। ১৯৮২ সাল থেকে ৮৭ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন তিনি। এর আগে অর্থাৎ ১৯৭২-৭৭ সাল পর্যন্ত পঞ্জাবের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ়ৈল। ইন্দিরা গান্ধির সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বভার সামলেছেন।
আজ বিজেপিতে যোগ দিয়ে ইন্দ্রজিৎ বলেন,” অবশেষে আমার দাদুর স্বপ্ন সত্যি হল। দলের প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও কংগ্রেস যে ব্যবহার করেছে তাঁর সঙ্গে সেই বিষয়ে প্রত্যেকেই অবগত।”
একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে অবসর নেওয়ার পর তাঁর দাদু চেয়েছিলেন তিনি রাজনীতিতে যোগ দেন। সেই কারণে প্রবীণ বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও তাঁকে দেখা করতে বলেছিলেন। কিন্তু তখন ইন্দ্রজিৎ চেয়েছিলেন সিনেমায় নিজের কেরিয়ার প্রতিষ্ঠিত করতে। সেই কারণে তৎকালীন সময়ে দলে সক্রিয় ভাবে রাজনীতি না করে বিজেপির হয়ে প্রচারে নামেন।
” দাদু মারা যাওয়ার পর আমি পুনরায় পঞ্জাব ফিরে আসি। এখানে ফিরে এসে বিশ্বকর্মা সমাজের জন্য কাজ শুরু করি। আজকে দাদুর স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দ অনুভব করছি।” অন্যদিকে হরদীপ সিং পুরী ইন্দ্রজিৎ সিংয়ের কাজের প্রশংসা করে জানিয়েছেন, পঞ্জাবের বর্তমান সরকারের সঙ্গে অনেক সংঘাত রয়েছে তাদের। সরকারের বিরোধিতা করতে প্রত্যককে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেছেন তিনি।
সামনেই বিধানসভা ভোট পঞ্জাবে। একাধিক বিষয়ে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছে অমরিন্দর সিং এর সরকার। একমাস আগে প্রকাশ্যে আসে নভজ্যোত সিং সিধু বনাম ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দ্বৈরথ। আসন্ন নির্বাচনের আগেই সিধু রাজ্য সরকারেরই সমালোচনা করে বিভিন্ন কাজে বাধা দেবে বলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এরপর সোনিয়ার সঙ্গে বৈঠক করেন ক্যাপ্টেন সিং। নির্বাচনের আগে এহেন বৈঠক পঞ্জাবের মন্ত্রিসভার রদবদলের জল্পনাকে উসকে দিয়েছিল। তবে দলনেত্রীর কাছে অমরিন্দর সিংয়ের অভিযোগ, বিরোধীদের পাশাপাশি নভজ্য়োত সিং সিধুও সরকারের বিরুদ্ধে টুইটে সরব হয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, অমরিন্দর সিং দলনেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলে তিনি সিধুর সঙ্গে শান্তি বজায় রাখার ও একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। সোনিয়া জানান, “রাজ্য সরকার ও পঞ্জাব কংগ্রেস-দু’টি ক্ষেত্রেই একসঙ্গে কাজ করা হয় এবং একে অপরের কাজে যেন বাধা সৃষ্টি না হয়।”বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এই পরিস্থিতিতে দল নিয়ে কী সিদ্ধান্ত নেন শীর্ষ মহল, তার দিকেই তাকিয়ে দলের নেতা মন্ত্রী থেকে কর্মী-সমর্থকরা। তবে দুই শীর্ষ, নেতার বিরোধের প্রভাব যে কংগ্রেসের ভোট ব্যাঙ্কে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Plastic Recycle: চপ্পলে বন্দি প্লাস্টিক! ট্যাংরায় রি-সাইকেল প্লাস্টিক