Former prime minister Manmohan Singh: হাসপাতালে ভর্তি মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন প্রিয়ঙ্কা

Dec 27, 2024 | 5:25 AM

Former prime minister Manmohan Singh: টানা পাঁচবার কংগ্রেসের টিকিটে অসম থেকে রাজ্যসভার সাংসদ হন মনমোহন সিং। ২০১৯ সালে রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। কিন্তু, বয়সজনিত কারণে ২০২৪ সালে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে আর রাজনীতির আঙিনায় তাঁকে তেমনভাবে দেখা যায়নি।

Former prime minister Manmohan Singh: হাসপাতালে ভর্তি মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন প্রিয়ঙ্কা
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (ফাইল ফোটো)

Follow Us

নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(AIIMS)-এ এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় ৯২ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এমসে পৌঁছলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। এমসে যেতে পারেন সনিয়া গান্ধী। সূত্রের খবর, কর্নাটকের বেলাগাভি থেকে তড়িঘড়ি দিল্লি ফিরছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে।

২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং। চলতি বছরের শুরুতে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে রাজনৈতিক পথচলায় ইতি টানেন তিনি। টানা ৩৩ বছর রাজ্যসভার সাংসদ ছিলেন।

ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। অর্থনীতির অধ্যাপক ছিলেন। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও ছিলেন। তারপর ১৯৯১ সালের জুনে পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। এর চারমাস পর রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।

এই খবরটিও পড়ুন

টানা পাঁচবার কংগ্রেসের টিকিটে অসম থেকে রাজ্যসভার সাংসদ হন মনমোহন সিং। এরপর ২০১৯ সালে রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। কিন্তু, বয়সজনিত কারণে ২০২৪ সালে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে আর রাজনীতির আঙিনায় তাঁকে তেমনভাবে দেখা যায়নি।

সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন রাত আটটা নাগাদ তাঁকে এমসের এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়। তবে তাঁর অসুস্থতা নিয়ে হাসপাতালের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

Next Article
Relation: স্ত্রী নয়, শ্যালিকাকেই চাই, প্রেমে হাবুডুবু জামাইবাবু ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড
Manmohan Singh passed away: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং