Video: দাউ দাউ করে জ্বলছে বাড়ি, আগুন লাগানো হল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক ভিটেতে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 03, 2023 | 11:57 PM

Biplab Deb's ancestral home set on fire: মঙ্গলবার (৩ জানুয়ারি) ত্রিপুরার উদয়পুরে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈত্রিক বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে একদল দুষ্কৃতী। অভিযোগের তীর সিপিএমের দিকে।

Video: দাউ দাউ করে জ্বলছে বাড়ি, আগুন লাগানো হল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক ভিটেতে
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈত্রিক বাড়িতে আগুন

Follow Us

আগরতলা: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈত্রিক বাড়িতে আগুন। মঙ্গলবার (৩ জানুয়ারি) উদয়পুরের ওই বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী, এমনটাই জানা গিয়েছে। বাড়িতে আগুন দেওয়ার আগে দুষ্কৃতীরা সেখানেও হামলা চালায় এবং বাড়িটির বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে দেয় বলেও অভিযোগ। হামলাকারীরা কয়েকটি গাড়িরও ক্ষতি করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনিক কর্তারা। দুষ্কৃতীরা সিপিআইএম আশ্রীত বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য, বুধবারই পৈত্রিক বাড়িতে যাওয়ার কথা ছিল বিজেপি নেতা বিপ্লব দেবের। তাঁর বাবার মৃত্যু বার্ষিকী স্মরণে আয়োজিত এক যজ্ঞে অংশ নেওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আগামী ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ২০১৮ সালের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বেই নির্বাচন লড়েছিল বিজেপি। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় গেরুয়া শিবির জিতেছিল ৩৬টি আসন। প্রধান প্রতিপক্ষ বামফ্রন্ট জিততে পেরেছিল মাত্র ১৬টি আসন। স্থানীয় দল আইপিএফটি জিতেছিল ৮ আসনে। পরে তারা বিজেপি সরকারকেই সমর্থন করে। ২০২২ সালের মে মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া হয়। মানিক সাহাকে ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মনোনীত করেছে বিজেপি। তবে এখনও ত্রিপুরা বিজেপির অন্যতম বড় নেতা হলেন বিপ্লব দেব। কারাতার পৈত্রিক বাড়িতে অগ্নি সংযোগ করল, তা খতিয়ে দেখছে পুলিশ। এবার বামেদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ত্রিপুরা জয়ে ঝাঁপাচ্ছে।

নির্বাচনের অনেক আগে থেকেই অবশ্য নির্বাচনী প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বিজেপি। গত ২৫ ডিসেম্বর শেষ হয়েছিল বিজেপির জন সংযোগ কর্মসূচি ‘প্রতি ঘরে সুশাসন’। সেই কর্মসূচি শেষ হতে না হতেই ৫ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে রথ যাত্রা কর্মসূচি। নির্বাচনমুখী রাজ্যে এই যাত্রার নামকরণ হয়েছে ‘জন বিশ্বাস যাত্রা’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে এই যাত্রা শুরু হওয়ার কথা। আটদিন ধরে চলবে এই রথ যাত্রা, শেষ হবে ১২ জানুয়ারি। উত্তর ত্রিপুরা জেলার ধরমনগর থেকে এই যাত্রা শুরু হবে। যাত্রার প্রথমদিন দক্ষিণ ত্রিপুরা জেলায় এক শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা অমিত শাহের। আর যাত্রার শেষ দিন উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Next Article