করোনায় প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা আরএলডি নেতা অজিত সিং, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী
তাঁর পুত্র জয়ন্ত চৌধুরী টুইট করে জানান, গত ২০ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হন। গুপৃরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসা চলছিল। এ দিন সকালে তাঁর প্রয়াণ হয়।
নয়া দিল্লি: প্রয়াত হলেন প্রবীণ রাজনৈতিক নেতা অজিত সিং। তিনি রাষ্ট্রীয় লোক দলের সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সেখথানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
এ দিন সকালে তাঁর পুত্র জয়ন্ত চৌধুরী টুইট করে জানান, ” গত ২০ এপ্রিল চৌধুরী অজিত সিংজী করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি শেষ অবধি যুদ্ধ চালিয়ে গিয়েছেন এবং আজ সকাল ছ’টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গোটা জীবন ধরে চৌধুরী সাহিবকে বহু মানুষ ভালবেসেছেন এবং সম্মান দিয়েছেন। তিনিও সকলের সঙ্গে এই সুসম্পর্ক বজায় রেখেছেন এবং সাধারণ মানুষের উন্নয়নে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছেন।”
— Jayant Chaudhary (@jayantrld) May 6, 2021
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন নেতা-মন্ত্রী। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চৌধুরী অজিত সিংজীর প্রয়াণে অত্যন্ত দুঃখিত। উনি আমাদের দেষশের কৃষকদের হিতকামনায় সর্বদা সমর্পিত ছিলেন। উনি কেন্দ্রের বিকাশ ও উন্নয়নের দায়িত্বগুলিও অত্যন্ত কৌশলগতভাবে পালন করেছেন। দুঃখের এই সময়ে ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।”
पूर्व केंद्रीय मंत्री चौधरी अजित सिंह जी के निधन से अत्यंत दुख हुआ है। वे हमेशा किसानों के हित में समर्पित रहे। उन्होंने केंद्र में कई विभागों की जिम्मेदारियों का कुशलतापूर्वक निर्वहन किया। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) May 6, 2021
चौधरी अजीत सिंह के निधन का समाचार बेहद पीड़ादायक हैं। अपने लम्बे सार्वजनिक जीवन में वे हमेशा जनता और ज़मीन से जुड़े रहे। साथ ही किसानों, मज़दूरों एवं अन्य निर्बल वर्गों के हितों के लिए संघर्ष भी करते रहे। उनके शोकाकुल परिवार और समर्थकों के प्रति मेरी संवेदनाएँ।ॐ शान्ति!
— Rajnath Singh (@rajnathsingh) May 6, 2021