BJP Replies to Congress’s 9 Question: ‘শুধু হতাশা আর প্রধানমন্ত্রী মোদীর প্রতি ঘৃণা’, কংগ্রেসের ৯ প্রশ্নের চাঁচাছোলা জবাব রবি শঙ্করের
BJP's 9 Year in Government: করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে কংগ্রেসের প্রশ্নের জবাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "এটা শুধু মিথ্যা নয়, কংগ্রেস কতটা নির্লজ্জ, তার প্রমাণ। ওরা লকডাউন নিয়েও প্রশ্ন তুলেছে যেখানে গোটা বিশ্ব ভারতের করোনা পরিস্থিতি মেকাবিলার পদক্ষেপগুলিকে গ্রহণ করেছে এবং তাকে সেরা বলে অ্যাখা দিয়েছে।"

নয়া দিল্লি: কেন্দ্রে নয় বছর পূরণ করছে বিজেপি সরকার (9 Years of BJP Government) । এই নবম বর্ষপূর্তি উপলক্ষে একদিকে যেখানে শাসক দলের তরফে একাধিক অনুষ্ঠান-কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, সেখানেই মোদী সরকারকে আক্রমণ করতে ব্যস্ত কংগ্রেস। বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র কাছে নয়টি প্রশ্ন রেখেছিল কংগ্রেস (Congress)। সেই প্রশ্নেরই চাঁচাছোলা জবাব দিল বিজেপি। শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) বলেন, “এটা কংগ্রেসের এক ঝুড়ি মিথ্যা ও পাহাড় প্রমাণ প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। আমি প্রথমে ভেবেছিলাম এই বিষয়কে গুরুত্ব দেব না, কিন্তু এত মিথ্যা শুনে মনে হল সত্য গুলি সামনে আনা উচিত।”
সম্প্রতিই কংগ্রেসের তরফে বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নয়টি প্রশ্ন রেখেছিল। তাতে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে লকডাউন, দেশের অর্থনীতি, কৃষক আন্দোলন, বেকারত্বের সমস্যা, জিএসটি সংগ্রহ সহ একাধিক বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল।
কংগ্রেসকে আক্রমণ করে রবি শঙ্কর প্রসাদ বলেন, “এই প্রশ্নগুলি শুধুমাত্র হতাশা ও প্রধানমন্ত্রী মোদীর প্রতি কংগ্রেসের ঘৃণা থেকে উঠে এসেছে। সমালোচনা করার অধিকার রয়েছে কংগ্রেসের, কিন্তু এই প্রশ্ন সেই সমালোচনা থেকে উঠে আসেনি বরং নরেন্দ্র মোদীর প্রতি তাদের যে ঘৃণা রয়েছে, তা থেকেই উঠে এসেছে।”
করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে কংগ্রেসের প্রশ্নের জবাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এটা শুধু মিথ্যা নয়, কংগ্রেস কতটা নির্লজ্জ, তার প্রমাণ। ওরা লকডাউন নিয়েও প্রশ্ন তুলেছে যেখানে গোটা বিশ্ব ভারতের করোনা পরিস্থিতি মেকাবিলার পদক্ষেপগুলিকে গ্রহণ করেছে এবং তাকে সেরা বলে অ্যাখা দিয়েছে। আপনাদের সমালোচনার অধিকার রয়েছে, কিন্তু ভারতের সংকল্পকে দুর্বল করে তা করছেন কেন? এই প্রশ্ন দেশের লক্ষাধিক স্বাস্থ্য় কর্মী, চিকিৎসক থেকে নার্স, সাফাই কর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের প্রতি অপমান, যারা করোনাকালে গোটা দেশকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমরা এর তীব্র নিন্দা করি।”
দেশের অর্থনীতির হাল নিয়েও কংগ্রেসের প্রশ্নের কড়া জবাব দেন তিনি। বলেন, “আমি অবাক হয়ে যাচ্ছি যে কংগ্রেস দাবি করছে দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময়কালে ভারতের অর্থনীতি ‘ফ্রাজাইল ফাইভে’র অংশ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে তা বিশ্বের সেরা পাঁচ অর্থনীতিতে সামিল হয়েছে।“
