12th Fail-র মনোজ কিন্তু বাস্তবে পাস করেছিলেন এক বিষয়ে, কোন বিষয় সেটা?
IPS Manoj Kumar Sharma: আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের উপরে ভিত্তি করেই 'টুয়েলভথ ফেল' সিনেমাটি তৈরি করেছেন বিধু বিনোদ চোপড়া। সিনেমায় দেখানো হয়েছে, প্রথমবার টুকলি আটকে দেওয়ায় দ্বাদশ শ্রেণিতে ফেল করেছিলেন মনোজ কুমার শর্মা। বাস্তব জীবনেও ফেল করেছিলেন মনোজ শর্মা।
নয়া দিল্লি: দর্শকদের মন কেড়েছে ’12th Fail’। চম্বলের ছোট্ট এক গ্রামের যুবক কীভাবে আইপিএস অফিসার হয়ে উঠলেন, তা নিয়েই এই কাহিনি। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার (Manoj Kumar Sharma) জীবনের উপরে ভিত্তি করেই ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) সিনেমাটি তৈরি করেছেন বিধু বিনোদ চোপড়া। সিনেমায় দেখানো হয়েছে, প্রথমবার টুকলি আটকে দেওয়ায় দ্বাদশ শ্রেণিতে ফেল করেছিলেন মনোজ কুমার শর্মা। বাস্তব জীবনেও ফেল করেছিলেন মনোজ শর্মা। কী কী বিষয়ে ফেল করেছিলেন তিনি জানেন?
সিনেমায় যা দেখানো হয়েছে, তেমনটাই হয়েছিল মনোজ শর্মার জীবনে। ১৯৭৭ সালে মধ্য় প্রদেশের মোরেনা জেলার বিলগাঁও-তে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার শর্মা। তাঁর বাবা কাজ করতেন কৃষি দফতরে। ছোটবেলা থেকেই আর্থিক কষ্ট দেখেছিলেন মনোজ ও তাঁর ভাই-বোন। নবম ও দশম শ্রেণিতে থার্ড ডিভিশনে পাস করেছিলেন মনোজ। টুকলির দৌলতে একাদশ শ্রেণিতে উতরে গেলেও, ফেল করেন দ্বাদশ শ্রেণিতে। টুকলি করতে না পারায়, গোটা ক্লাসই ফেল করেছিল সেইবার। মনোজও ফেল করেন সব বিষয়ে। তবে পাস করেন একটি মাত্র বিষয়ে, সেই বিষয়টি ছিল হিন্দি।
মনোজ শর্মা নিজেই জানিয়েছেন, পরের বছর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর টুকলি করবেন না। পরের বছর তিনি মন দিয়ে পড়াশোনা করেন এবং সব বিষয়েই পাস করেন।
দিল্লির জীবন-
‘টুয়েলভথ ফেল’ সিনেমা হিট করার পরই একটি সাক্ষাৎকারে আইপিএস অফিসার মনোজ শর্মা জানান, দিল্লির জীবন অত্যন্ত কষ্টকর ছিল। অনেক সংগ্রাম করতে হয়েছিল। দিল্লিতে থাকা-খাওয়া ও টিউশনের খরচ জোগানোর জন্য নানা ছোটখাটো কাজ করতেন তিনি। কখনও টেম্পো চালিয়েছেন, কখনও আবার লাইব্রেরিতে কাজ করেছেন। অল্প টাকা উপার্জনের জন্য কুকুরও হাঁটিয়েছেন তিনি। বহু রাত কাটিয়েছেন ফুটপাথে। কিন্তু হার কখনও মানেননি।
লাইব্রেরিতে যখন কাজ করতেন, তখন রাত জেগে তিনি নানা বই পড়তেন। মাক্সিম গোরকি থেকে অ্য়াব্রাহাম লিঙ্কন-সকলের সঙ্গে তাঁর পরিচয় হয় লাইব্রেরির বই থেকেই। ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিও ওই লাইব্রেরি থেকেই নিয়েছিলেন।