দেখতে দেখতে শেষ আরও একটা বছর। ২০২৪ সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে সকলেই স্মৃতি রোমন্থন করছেন গোটা বছরের। কেমন ছিল বছরটা, কী পেলেন, কী হারালেন, তার হিসাব কষছেন। এই বছর দেশ যেমন অনেক কিছু পেয়েছে, তেমনই আবার অনেক রত্নকে হারিয়েছে। এক নজরে দেখা যাক এ বছর কোন কোন নক্ষত্রের পতন হল-
১. উস্তাদ রশিদ খান (৯ জানুয়ারি)- মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হন বিখ্যাত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্য়ানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছিলেন তিনি। কলকাতার একটি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
২. পঙ্কজ উদাস (২৬ ফেব্রুয়ারি)- প্রখ্যাত গজল সঙ্গীত শিল্পী তথা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী পঙ্কজ উদাসও চলতি বছরেই প্রয়াত হন। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
৩. সুশীল কুমার মোদী (১৩ মে)- বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা অন্য়তম প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদী এই বছর প্রয়াত হন। তিনি বিহারের অর্থমন্ত্রীও ছিলেন। লোকসভা ও রাজ্যসভার সাংসদও ছিলেন।
৪. সীতারাম ইয়েচুরি (১২ সেপ্টেম্বর)- সিপিআইএমের প্রবীণ নেতা তথা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও প্রয়াত হন এই বছর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। মৃত্যুর পর এইমস-এ তাঁর দেহদান করা হয়।
৫. রতন টাটা (৯ অক্টোবর)- এ বছরে যে দুঃসংবাদে গোটা দেশ চোখের জল ফেলেছিল, তা হল রতন টাটার প্রয়াণ। টাটা সংস্থার কর্ণধার তথা টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯ অক্টোবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
৬. বাবা সিদ্দিকি (১২ অক্টোবর)- কংগ্রেসের চারবারের সাংসদ তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে মুম্বইয়ের রাস্তায় গুলি করে খুন করা হয়। ছেলে জিশান সিদ্দিকির অফিসের সামনেই গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। এই খুনের দায় স্বীকার করে নেয় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।
৭. জাকির হুসেন (১৫ ডিসেম্বর)- প্রখ্যাত তবলা বাদক জাকির হুসেন প্রয়াত হন ১৫ ডিসেম্বর। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ইডিওপ্যাথিক পুলমোনারি ফ্রাইব্রোসিসে আক্রান্ত ছিলেন তিনি। চলতি বছরেই তিনি গ্রামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। এছাড়াও দেশে-বিদেশে একাধিক সম্মান অর্জন করেছেন তিনি।