G-20 Pics: জি-২০ সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী, দেখুন ছবি
G-20 Pics: রাজকীয় আয়োজনের সঙ্গে সুসজ্জিত 'ভারত মণ্ডপম'-এ সামিটের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে বিদেশি অতিথিদের সম্মানে রাইসিনা হিলসে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। রবিবার রাষ্ট্রনেতাদের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সভাপতিত্বে নয়া দিল্লিতে দু-দিন ব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন (G-20 Summit) সম্পন্ন হল রবিবার। এই শীর্ষ সম্মেলনকে ঘিরে রাজকীয় আয়োজন হয়েছিল রাজধানীতে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আতিথেয়তায় কোনও খামতি রাখেননি নরেন্দ্র মোদীর সরকার। রাজকীয় আয়োজনের সঙ্গে সুসজ্জিত ‘ভারত মণ্ডপম’-এ সামিটের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে বিদেশি অতিথিদের সম্মানে রাইসিনা হিলসে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। রবিবার, সামিট শেষে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজ থেকে দু-দিনের শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং (PM Narendra Modi)।
রবিবার, জি-২০ সামিটের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলিঙ্গন করার ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সামিটের বাইরে ম্যাক্রোঁর সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও ফ্রান্স বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে চলবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এক বিশেষ মাত্রা পাবে বলে টুইটারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জি-২০ সামিটের শেষ দিনে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে এক বিশেষ মুহূর্তে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পরস্পর পরস্পরকে যে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, তা এই ছবিতেই স্পষ্ট।
Was wonderful meeting His Highness Sheikh @MohamedBinZayed in Delhi. India deeply values his insightful views and passion towards furthering global good. https://t.co/3ea6H0naVW pic.twitter.com/rSAuIkW64X
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
সামিটের বাইরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইতালি একসঙ্গে কাজ করবেন বলেও বৈঠকে স্থির হয়।
I had excellent meeting with PM @GiorgiaMeloni. Our talks covered sectors such as trade, commerce, defence, emerging technologies and more. India and Italy will keep working together for global prosperity. pic.twitter.com/mBtyczMjB0
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
ভারত ও বাংলাদেশের মধ্যে বরাবরই এক বিশেষ সম্পর্ক রয়েছে। সামিট শুরুর আগে শুক্রবার নিজের বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশেষ বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, সামিটের শেষেও করমর্দন করে পরস্পর পরস্পরকে একসঙ্গে এগিয়ে চলার বার্তা দেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
এবারের জি-২০ সামিটে স্থায়ী সদস্য হিসাবে স্থান পেয়েছে আফ্রিকান ইউনিয়ন। সামিটের শেষদিন আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিল কামাফোসা ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্টো ফার্নান্ডেজের সঙ্গে এক বিশেষ অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়েছে।
Always a pleasure interacting with Presidents @CyrilRamaphosa and @alferdez. https://t.co/zHt40zFc1Z
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে ভারতের এক বিশেষ সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই সেই সম্পর্কের প্রতিফলন ঘটেছে সুনকের এবারের ভারত সফরে। জি-২০ সামিটের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ভারতে বিনিয়োগ বৃদ্ধি করে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি।
Great to have met PM @RishiSunak on the sidelines of the G20 Summit in Delhi. We discussed ways to deepen trade linkages and boost investment. India and UK will keep working for a prosperous and sustainable planet. pic.twitter.com/7kKC17FfgN
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
নয়া দিল্লিতে আয়োজিত সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি তাঁদের স্ত্রীও ভারতে এসেছিলেন। তাঁদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। এই আতিথিয়েতায় আপ্লুত রাষ্ট্রপ্রধানেরা। সামিটের শেষদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সেলফি তুলতে দেখা যায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজিকে।