তেলঙ্গানার বিভিন্ন জায়গায় বিমানবন্দর তৈরি করে রাজ্যের বিমান যোগাযোগ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় তেলঙ্গানা সরকারকে সামিল হতে আহ্বান জানালেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিশান রেড্ডি। এই বিষয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে এদিন একটি চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগে ২০২২ সালের জুলাই মাসে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে আরও একটি চিঠি দিয়েছিলেন। কিন্তু, তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার আদিলাবাদ, জাকরান পল্লী বা নিজামাবাদ এবং ওয়ারাঙ্গলে বিমানবন্দর নির্মাণের জন্য জমি পরীক্ষার অনুমোদন দিয়েছে এবং অন্যান্য সমস্ত প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। কিন্তু, কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতা করছে তেলঙ্গানা সরকার বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এর ফলে রাজ্যের উন্নয়নের কাজ ব্যহত হচ্ছে।
জি কিষাণ রেড্ডি বলেছেন, রাজ্যের উচিত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে সুযোগ পাচ্ছে, তার সদ্ব্যবহার করা। তিনি আরও বলেন, এই তিনটি বিমানবন্দর নির্মাণ হলে অচিরেই রাজ্যে ছোট ও বেসরকারি বিমান চলাচল সম্ভব হবে। চিঠিতে তিনি বলেছেন, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এর আগে বিমানবন্দর নির্মাণের বিষয়ে রাজ্য সরকারকে একাধিক চিঠি লিখেছিল। ২০২১ সালে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে একটি চিঠি লিখেছিলেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু তিনি কেসিআর-এর কাছ থেকে কোনও উত্তর পাননি। ২০২২-এর ৩০ জুলাই, অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সেই চিঠির বিষয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন জি কিশান রেড্ডি। এই বিমানবন্দরগুলির নির্মাণে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে কোনও প্রতিক্রিয়াই পাননি বলে জানিয়েছেন জি কিষাণ রেড্ডি।
জি কিশান রেড্ডি আরও জানিয়েছেন, প্রথমে রাজ্য সরকার জাকরান পল্লী, পালভাঞ্চা (ভদ্রাদ্রি কোথাগুদেম), দেবরাকাদ্র (মেহবুব নগর), মামনুর (ওয়ারাঙ্গল), বসন্ত নগর (পেদ্দাপল্লি) এবং আদিলাবাদে বিমানবন্দর তৈরির জন্য প্রস্তাব পাঠিয়েছিল। টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডির পর আদিলাবাদ, জাকরান পল্লী এবং ওয়ারাঙ্গলকে বিমানবন্দর স্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু, তারপর থেকে আর রাজ্য সরকার এই বিষয়ে কোনও উদ্যোগ নিচ্ছে না। তিনি আরও বলেছেন, ভারত রাষ্ট্র সমিতির সাংসদরা সংসদে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাজ নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু, রাজ্য সরকারকে এই নিয়ে কোনও প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডি আরও বলেছেন, ২০১৪ সালে দেশে বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪টি। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৪০। ২০২৬-এর মধ্যে ভারত সরকার বিমানবন্দরের সংখ্যা ২২০-তে নিয়ে যেতে চাইছে। উড়ান ক্ষেত্রে এই ইতিবাচক পরিবেশের সদ্ব্যবহার করে, তেলেঙ্গানা সরকারেরও রাজ্যে বিমানবন্দরের সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।