আজ, বৃহস্পতিবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টে অবধি। মোট ৬০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। মোট ২৮ লক্ষ ত্রিপুরাবাসী রাজ্যের ভাগ্য নির্ধারণ করবেন। বিধানসভাব নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ। এবারের ত্রিপুরা নির্বাচনে লড়াই ত্রিমুখী। একদিকে জোট বেঁধেছে কংগ্রেস ও রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিআইএম, অন্যদিকে শাসক দল বিজেপিও ক্ষমতা ধরে রাখার লড়াই করছে। প্রতিবেশী রাজ্যে নিজেদের জায়গা করে নিতে মরিয়া তৃণমূল কংগ্রেস। নির্বাচনী লড়াইয়ে সামিল রয়েছে তিপ্রা মথাও। এবারের বিধানসভা নির্বাচনে নজরকাড়া প্রার্থীরা হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
রাজ্য় নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিকেল ৪ টে পর্যন্ত ভোট পড়ল ৮১ শতাংশ
The polling percentage in Tripura Assembly elections stands at approx 81% till 4 PM: State Election Commission#TripuraElections2023
— ANI (@ANI) February 16, 2023
আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোটারদের জন্য খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন করা হয়েছে।
Tripura records 69.96 pc voter turnout till 3 pm: Election Commission
Read @ANI Story |https://t.co/X7rO4LDUHS#TripuraElections2023 #Tripura #BJP #tipramotha #Congress #CPIM pic.twitter.com/iLB7FrXIkR
— ANI Digital (@ani_digital) February 16, 2023
বিজেপির শাসনে বিজেপি প্রার্থীকেই বাধা দেওয়ার অভিযোগ উঠল তিপ্রা মোথার বিরুদ্ধে। গোলাঘাটি বিধানসভার বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা অভিযোগ করেছেন, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
রাজপ্রাসাদ থেকে তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ দেব বর্মার আবেদন, ভোট খুব ধীর গতিতে হচ্ছে বলে ভোটের লাইন ছেড়ে বাড়ি চলে যাবেন না। নিজের ভোট দিয়ে তবেই বাড়ি ফিরুন।
ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক ও কালেক্টর সুমিত লোধ বলেছে, “৩৩ কাকরাবান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩ থেকে ৪ নম্বর ভোটকেন্দ্রে হাতাহাতির খবর পাওয়া গেছে। সেক্টরের ম্যাজিস্ট্রেট এই বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন। মামলা দায়ের হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।”
Gomati, Tripura | Scuffle reported at a polling station between 3&4 under 33 Kakraban Assembly constituency. The sector magistrate held an inquiry into the matter. Case registered, situation under control: Sumit Lodh, ADM & Collector, Tripura pic.twitter.com/idKlpMMp4J
— ANI (@ANI) February 16, 2023
দরকার পড়লে ভোটের পর প্রাসাদ বিক্রি করে বিজেপি বিধায়ক কিনবেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি), ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলার মধ্য়েই চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিপ্রা মোথা দলের প্রধান তথা ত্রিপুরা রাজবংশের বর্তমান প্রজন্ম প্রদ্যোৎ মানিক্য দেববর্মা। এদিন ভোট চলাকালীন আরও একবার তাঁর দলকেই ক্ষমতাসীন বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, তিপ্রা মোথাই একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। এরপরই তিনি স্পষ্ট জানান, ত্রিপুরা নির্বাচনে যদি তাঁর দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়, তাহলে তিনি বিজেপি বিধায়কদের কেনার কথা ভাববেন। এই সম্ভাবনা যে তাঁর পরিকল্পনায় রয়েছে, অকপটে জানিয়েছেন ‘বুবাগ্রা’।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে তিনি এদিন ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “খুব ভাল উৎসবের মেজাজে ভোট হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় মোথা (তিপ্রা মোথা) অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আদিবাসী জায়গায় বুথগুলিতে ওরা জোর জবরদস্তি করার চেষ্টা করছে। তবে এতে তাঁরা সফল হবেন না। কোনও লাভ হবে না। সমাজ বিরোধীদের ওঁরা পোলিং এজেন্ট বানিয়েছেন।” বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে তিনি বলেছেন, “ওদের জোটটা মানুষ খায়নি। ওরা কেন জোট করেছে তা ব্যাখ্যা করতে করতেই নির্বাচন এসে গিয়েছে।” তিনি আরও বলেছেন, “আমরা তো উন্নয়নের বার্তা নিয়ে, মোদীর কথা নিয়ে মানুষের কাছে গিয়েছি। তবে ওঁরা মানুষের কাছে গিয়েছে, এই জোটটা কেন হল তা বোঝাতে।”
ভোটগ্রহণের মধ্যেই সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, “রাজ্যের শাসকদল গতকাল রাতে বেশ কিছু জায়গায় অশান্তি করলেও কোথাও মানুষকে আটকাতে পারেনি এবং পারবে না। রাস্তায় থাকুন যে কয়েক ঘণ্টা ভোট বাকি আছে। একসঙ্গে ভোট দিতে যান। শাসকদল পিছু হটবে। জয় হবে গণতন্ত্রের।”
নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাওয়ার পর নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছে ত্রিপুরার কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। ‘নিজেদের দলকে ভোট দেওয়ার আবেদন’ করার জন্য কংগ্রেস ও বিজেপিকে নোটিস পাঠানো হল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে।
#TripuraElections2023 | Office of the Chief Electoral Officer sends notices to Tripura Congress and BJP for “an appeal for vote in the favour” of their own parties tweeted from their official handles after the imposition of Model Code of Conduct. pic.twitter.com/vNWBVm04vs
— ANI (@ANI) February 16, 2023
আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন প্রার্থী।
অমরপুরের নতুন বাজারে সিপিএম-র পোলিং এজেন্ট রাজীব মজুমদারের উপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
ভোটের দিন বিপ্লব দেব টিভি9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “আমি যে কাজ গুলো শুরু করেছিলাম মানিক সাহা সেগুলোকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমি এখনও ত্রিপুরা বিজেপির মুখ। ভবিষ্যতেও থাকব।”
একাধিক বুথে অশান্তির অভিযোগ। আক্রান্ত হয়েছেন ত্রিপুরার সিপিআই সমর্থক। ছাপ্পা ভোটেরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে
#TripuraAssemblyElections2023 | 51.35% voter turnout recorded till 1 pm pic.twitter.com/ZRGxvC6vqb
— ANI (@ANI) February 16, 2023
এ দিন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মন বলেন, “বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশ ভোট পড়বে, এ বিষয়ে আমি আশাবাদী। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দেবে। ধানপুর ও মোহনপুরে শাসকদল অশান্তি করছে বলে খবর মিলেছে।”
Agartala| I think voter turnout will be over 90% & people of Tripura will give us a chance. We got information that Dhanpur & Mohanpur have witnessed violence by the ruling party: Pradyot Bikram Manikya Deb Barman, Chief, Tipra Motha#TripuraElection2023 pic.twitter.com/VcsJnG5c8y
— ANI (@ANI) February 16, 2023
ত্রিপুরার ভোটে অশান্তি। বিভিন্ন বুথে অশান্তি নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার। তিনি বলেন, “একাধিক জায়গায় ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, রাস্তা আটকে রাখা হচ্ছে। যদি নিজেরা ভোট দিতে না পারেন, তাহলে অন্য কাউকেও ভোট দিতে দেওয়া হবে না, এমনটাই দাবি তাদের।”
At some places where voters are not allowed to vote, they are blocking roads and urging the election commission, if they are not allowed to cast votes they won’t let others cast their votes. This is a positive sign and a determined effort: Manik Sarkar CPIM leader and former CM
— ANI (@ANI) February 16, 2023
এ দিন দুপুরে ত্রিপুরার গোমতীতে ভোট দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব। তিনি বলেন, “আমরা কোনও নির্বাচনকেই ছোট বা বড় বলে মনে করি না। জনতাই আমাদের কাছে সব এবং আমাদের কর্তব্য হল তাদের সম্মান করা। সাধারণ মানুষই আমাদের ২০১৮ সালে ক্ষমতায় এনেছিলেন। করোনা সংক্রমণের বাধা সত্ত্বেও আমরা সমস্ত ক্ষেত্রেই কাজ করেছি। মানুষও এটা জানেন।”
Gomati | BJP MP CM Biplab Deb cast his vote for #TripuraElection2023 today.
He says, “We don’t see any election as big or small. Public is supreme & it’s our duty to respect them. They gave us power in 2018 & despite COVID, we worked in all sectors of state. People know this.” pic.twitter.com/PtGMl2LcPG
— ANI (@ANI) February 16, 2023
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১টা অবধি ত্রিপুরায় ৩১.২৩ শতাংশ ভোট পড়েছে।
#TripuraAssemblyElections2023 | 31.23% voter turnout recorded till 11 am pic.twitter.com/6C14kYRIRE
— ANI (@ANI) February 16, 2023
ত্রিপুরার রাজনীতিতেও হিংসার ছায়া। আক্রান্ত হলেন একজন সিপিআই সমর্থক। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের কালাছেরা বুথের বাইরে তাঁর উপরে হামলা করা হয়। আহত সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বত্বঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।
#TripuraElection2023 | One CPI supporter beaten outside Kalacherra polling station in 36-Shantirbaazar constituency in South Tripura. He has been taken to hospital by our officials. Suo Motu FIR has been lodged in Shantirbaazar PS. We’ll arrest the culprits soon: SP South Tripura
— ANI (@ANI) February 16, 2023
আগরতলায় একটি কেন্দ্রে ভোট দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
Agartala, Tripura | LoP and former CM Manik Sarkar casts his vote in Assembly elections#TripuraElection2023 pic.twitter.com/IccUvDEUne
— ANI (@ANI) February 16, 2023
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়ল ১৩.২৩ শতাংশ।
UPDATE | #TripuraAssemblyElections2023 | 13.23% voter turnout recorded till 9 am pic.twitter.com/fbttQHTc2H
— ANI (@ANI) February 16, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন সকালে টুইট করে বলেন, “গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের জন্য ত্রিপুরার সমস্ত মানুষদের আবেদন জানাচ্ছি। বিশেষ করে রাজ্যের যুব প্রজন্মকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি।”
Urging the people of Tripura to vote in record numbers and strengthen the festival of democracy. I specially call upon the youth to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) February 16, 2023
#TripuraElections2023 | People exercise their right to vote across all the 60 assembly constituencies in the state.
Visuals from a polling booth in Udaipur of Gomati district. pic.twitter.com/MglRHVQus8
— ANI (@ANI) February 16, 2023
আগরতলার একটি বুথে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
#WATCH | Tripura CM Dr Manik Saha casts vote in Assembly elections, in Agartala pic.twitter.com/fHpvoCpe4r
— ANI (@ANI) February 16, 2023
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “সকাল থেকে ভালো ভোট হচ্ছে। পাঁচ বছর অন্তর তিপ্রা মথার মতো এরকম দল আসে৷ ওদের নিয়ে ভাবার কিছু নেই।”
#WATCH | After casting his vote for #TripuraElections2023, CM and BJP’s candidate from Town Bordowali, Manik Saha says, “It feels good. I urge all voters to cast their vote.” pic.twitter.com/MAS2eAi6E8
— ANI (@ANI) February 16, 2023
এদিন সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “আমরা শান্তিপূর্ণ ভোট চাই। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করছেন যে আমার সামনে কী চ্যালেঞ্জ রয়েছে? চ্যালেঞ্জটা হল কংগ্রেস ও বামের জোট বেঁধেছে, এই জোট যেন শান্তি বজায় রাখে। আমি আমার দলের কর্মীদের বলেছি, ওরা (বিরোধীরা) প্ররোচনা দেবেই, ওদের কথায় পা দেবেন না৷ নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে৷”
#TripuraElection2023 | We want peaceful voting. People ask me what is the challenge before me? The challenge is that the rivals (Congress-Left) that have come together in an unholy alliance should maintain peace: Tripura CM and BJP’s Town Bordowali candidate, Manik Saha pic.twitter.com/FrXyioA4tX
— ANI (@ANI) February 16, 2023
#TripuraElections2023 | Voters exercise their franchise in Gomati pic.twitter.com/l1aquRfGW0
— ANI (@ANI) February 16, 2023
শুরু হয়েছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “আমি ত্রিপুরার সকলকে ভোটারকে গণতন্ত্রের এই উৎসবে অংশ নেওয়ার অনুরোধ করছি। আপনাদের প্রত্যেকটি ভোট সুশাসন, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে।”
I urge all voters to take part in this festival of democracy & show up to vote for Tripura assembly elections. Each vote will count towards continuing the journey of good governance, development&prove to be decisive for a prosperous, corruption-free Tripura: BJP chief
(File pic) pic.twitter.com/9ZluwkBbBm
— ANI (@ANI) February 16, 2023
সকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন বুথে ভোটারদের ভিড় দেখা গিয়েছে। গোমতী জেলার ৫৪ নম্বর বুথে দেখা যায় ভোটারদের লম্বা লাইন।
Polling underway for #TripuraElections2023; visuals from polling booths number 54 in Gomati pic.twitter.com/spyIAIPh35
— ANI (@ANI) February 16, 2023
শুরু হল ত্রিপুরার ভোটগ্রহণ। মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।
Voting for the 60 Assembly seats of Tripura begins; fate of 259 candidates in the fray.
Counting of votes on March 2.#TripuraElections2023 pic.twitter.com/Ykf9wCWcXN
— ANI (@ANI) February 16, 2023
আজ সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের। ভোট গ্রহণ চলবে দুপুর ৪টে অবধি।
আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচন। মোট ৬০টি বিধানসভা আসনে নির্বাচন হবে।