আগরতলা: ত্রিপুরা নির্বাচনে এবার নয়া প্রতিদ্বন্দ্বী তিপ্রা মোথা। ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর দেবশর্মার নেতৃত্বে গঠিত তিপ্রা মোথা নয়া দল হলেও বিজেপি, তৃণমূল ও বাম-কংগ্রেসের মতোই প্রচারে ঝড় তুলতে শুরু করেছে। ইতিমধ্যে ত্রিপুরাবাসীর অনেকাংশের জনপ্রিয়তাও অর্জন করেছে। যা ভোট কাটাকুটির হিসাবে অন্য রাজনৈতিক দলগুলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, আত্মপ্রকাশ করেই কী ভাবে এই জনপ্রিয়তা পেল তিপ্রা মোথা? কেন-ই বা IPST ছেড়ে এসে এই দল গঠন করলেন মহারাজা? এই সমস্ত প্রশ্নের জবাব অকপটে TV9 বাংলাকে দিলেন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা।
কী ভাবে, কোন প্রেক্ষিতে তৈরি হয়েছিল তিপ্রা মোথা?
সরকার ও অন্যান্য রাজনৈতিক দল ও তাদের কাজকর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ত্রিপুরাবাসীর জন্য কাজ করতে এবং জনগণকে শান্তি ও সুষ্ঠু পরিষেবা দিতেই তিপ্রা মোথা দল গঠন বলে জানান প্রদ্যোৎ কিশোর দেববর্মা। এপ্রসঙ্গে সম্পূর্ণ একাকী দল গঠন সম্পর্কে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”যখন আমি অন্যান্য আঞ্চলিক দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি তখন বুঝতে পারি, সমস্যা জনগণের মধ্যে নয়, দলের নেতাদের মধ্যে রয়েছে। সমস্ত দলের নেতাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করি এবং ঐক্যবদ্ধ করার জন্য বোঝাই। কিন্তু, যখন কোনও দলের নেতারা কোনও কথা শোনেননি, তখন আমি একাই তিপ্রা মোথা দলটি গঠন করি।”
ত্রিপুরা রাজবংশের উত্তরসূরী প্রদ্যোৎ কিশোর দেবশর্মা আজও রাজ্যে মহারাজা হিসাবে পরিচিত। কিন্তু, আজ তিনি সক্রিয় রাজনীতিক। রাজনৈতিক নেতাদের সঙ্গে জনগণের মধ্যে কোনও ফারাক থাকা উচিত নয়। তাহলে রাজা-প্রজার মধ্যে দূরত্ব ঘোচাবেন কী ভাবে?
TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এব্যাপারে অকপট জবাব দেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। নিজেকে জনগণের প্রতিনিধি দাবি জানিয়ে একেবারে বর্ধমান ও রাজস্থানের রাজার প্রসঙ্গ টেনে আনেন তিনি। সাংবাদিকের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে তিপ্রা মোথার প্রধান বলেন, “যদি আমার সঙ্গে দূরত্ব থাকত তাহলে আজ আমার ইন্টারভিউ নিতে পারতেন না। আপনি কী বর্ধমানের রাজা বা রাজস্থানের মহারাজার ইন্টারভিউ নিতে যান? কখনও যান না। কারণ তাঁদের সঙ্গে জনগণের কোনও যোগ নেই। আমার সঙ্গে জনগণের যোগ আছে। তাই আজ আমার ইন্টারভিউ নিচ্ছেন।”
তিপ্রা মোথা গঠনের আগে আইপিএসটি দলের অন্যতম সক্রিয় নেতা ছিলেন প্রদ্যোৎ কিশোর দেবশর্মা। সেই দল বর্তমানে জোট সরকারে রয়েছে। তাহলে কেন নতুন দল গড়লেন?
প্রশ্নের জবাবে প্রদ্যোৎ কিশোর দেবশর্মা বলেন, “এখন বিজেপির সঙ্গে আইপিএসটি সরকারে রয়েছে। যখন সরকার কাজ করছে না, তখন আইপিএসটি-র নেতারাও কাজ করতে পারেননি। কারণ ওই দলের সদস্যরা মন্ত্রিসভায় রয়েছে। সেজন্য আমি দল থেকে বেরিয়ে আসি।” এপ্রসঙ্গে তাঁর আরও সংযোজন, “আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবই। যদি সেটা না পাই, তাহলে বিরোধী দলে থেকেই বিভিন্ন ইস্যু তুলে ধরব।”
আগরতলা: ত্রিপুরা নির্বাচনে এবার নয়া প্রতিদ্বন্দ্বী তিপ্রা মোথা। ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর দেবশর্মার নেতৃত্বে গঠিত তিপ্রা মোথা নয়া দল হলেও বিজেপি, তৃণমূল ও বাম-কংগ্রেসের মতোই প্রচারে ঝড় তুলতে শুরু করেছে। ইতিমধ্যে ত্রিপুরাবাসীর অনেকাংশের জনপ্রিয়তাও অর্জন করেছে। যা ভোট কাটাকুটির হিসাবে অন্য রাজনৈতিক দলগুলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, আত্মপ্রকাশ করেই কী ভাবে এই জনপ্রিয়তা পেল তিপ্রা মোথা? কেন-ই বা IPST ছেড়ে এসে এই দল গঠন করলেন মহারাজা? এই সমস্ত প্রশ্নের জবাব অকপটে TV9 বাংলাকে দিলেন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা।
কী ভাবে, কোন প্রেক্ষিতে তৈরি হয়েছিল তিপ্রা মোথা?
সরকার ও অন্যান্য রাজনৈতিক দল ও তাদের কাজকর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ত্রিপুরাবাসীর জন্য কাজ করতে এবং জনগণকে শান্তি ও সুষ্ঠু পরিষেবা দিতেই তিপ্রা মোথা দল গঠন বলে জানান প্রদ্যোৎ কিশোর দেববর্মা। এপ্রসঙ্গে সম্পূর্ণ একাকী দল গঠন সম্পর্কে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”যখন আমি অন্যান্য আঞ্চলিক দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি তখন বুঝতে পারি, সমস্যা জনগণের মধ্যে নয়, দলের নেতাদের মধ্যে রয়েছে। সমস্ত দলের নেতাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করি এবং ঐক্যবদ্ধ করার জন্য বোঝাই। কিন্তু, যখন কোনও দলের নেতারা কোনও কথা শোনেননি, তখন আমি একাই তিপ্রা মোথা দলটি গঠন করি।”
ত্রিপুরা রাজবংশের উত্তরসূরী প্রদ্যোৎ কিশোর দেবশর্মা আজও রাজ্যে মহারাজা হিসাবে পরিচিত। কিন্তু, আজ তিনি সক্রিয় রাজনীতিক। রাজনৈতিক নেতাদের সঙ্গে জনগণের মধ্যে কোনও ফারাক থাকা উচিত নয়। তাহলে রাজা-প্রজার মধ্যে দূরত্ব ঘোচাবেন কী ভাবে?
TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এব্যাপারে অকপট জবাব দেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। নিজেকে জনগণের প্রতিনিধি দাবি জানিয়ে একেবারে বর্ধমান ও রাজস্থানের রাজার প্রসঙ্গ টেনে আনেন তিনি। সাংবাদিকের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে তিপ্রা মোথার প্রধান বলেন, “যদি আমার সঙ্গে দূরত্ব থাকত তাহলে আজ আমার ইন্টারভিউ নিতে পারতেন না। আপনি কী বর্ধমানের রাজা বা রাজস্থানের মহারাজার ইন্টারভিউ নিতে যান? কখনও যান না। কারণ তাঁদের সঙ্গে জনগণের কোনও যোগ নেই। আমার সঙ্গে জনগণের যোগ আছে। তাই আজ আমার ইন্টারভিউ নিচ্ছেন।”
তিপ্রা মোথা গঠনের আগে আইপিএসটি দলের অন্যতম সক্রিয় নেতা ছিলেন প্রদ্যোৎ কিশোর দেবশর্মা। সেই দল বর্তমানে জোট সরকারে রয়েছে। তাহলে কেন নতুন দল গড়লেন?
প্রশ্নের জবাবে প্রদ্যোৎ কিশোর দেবশর্মা বলেন, “এখন বিজেপির সঙ্গে আইপিএসটি সরকারে রয়েছে। যখন সরকার কাজ করছে না, তখন আইপিএসটি-র নেতারাও কাজ করতে পারেননি। কারণ ওই দলের সদস্যরা মন্ত্রিসভায় রয়েছে। সেজন্য আমি দল থেকে বেরিয়ে আসি।” এপ্রসঙ্গে তাঁর আরও সংযোজন, “আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবই। যদি সেটা না পাই, তাহলে বিরোধী দলে থেকেই বিভিন্ন ইস্যু তুলে ধরব।”