Goldy Brar: সলমন খানকে খুনের হুমকি দিয়েছিল, গোল্ডি ব্রারকে ‘জঙ্গি’ তকমা কেন্দ্রের
Home Ministry: স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিশে বলা হয়েছে, একাধিক হত্যাকাণ্ড, নেতাদের হুমকি-ফোন দেওয়া, মুক্তিপণ দাবি করা-সহ সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা করা হল। UAPA ধারায় তাকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে।
নয়া দিল্লি: পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালা খুনের অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রার (Goldy Brar)। এবার এই গ্য়াংস্টারকে জঙ্গি তকমা দিল কেন্দ্রীয় সরকার। নতুন বছরের শুরুতেই, সোমবার এই বিষয়ে নোটিস জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত গোল্ডি ব্রার খালিস্তানি জঙ্গি সংগঠনের শাখা বাব্বার খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত বলে নোটিসে উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)।
স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিশে আরও বলা হয়েছে, একাধিক হত্যাকাণ্ড, নেতাদের হুমকি-ফোন দেওয়া, মুক্তিপণ দাবি করা-সহ সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা করা হল। UAPA ধারায় তাকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে।
Ministry of Home Affairs has declared gangster Satwinder Singh alias Satinderjit Singh alias Goldy Brar as a terrorist under the Unlawful Activities (Prevention) Act, 1967. pic.twitter.com/9Ea9R6VlQ5
— ANI (@ANI) January 1, 2024
২০২২ সালে পঞ্জাবের মানসা জেলায় খুন হন জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালা। সেই খুনের অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রার। চোরাচালান, গ্রেনেড-সহ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক সীমান্ত দিয়ে পাচারের সঙ্গেও গোল্ডি ব্রার যুক্ত ছিল এবং খুনের সুপারী সরবরাহ করত বলে অভিযোগ। এছাড়া পঞ্জাবে অশান্তি ছড়ানো, নাশকতা-সহ দেশ-বিরোধী কার্যকলাপে গোল্ডি ব্রারের নাম রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়া বলি-তারকা সলমন খানকেও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে গোল্ডি ব্রারের বিরুদ্ধে।