Anubrata In Tihar Jail: তিহাড়ে গ্যাংস্টার ‘খুন’, সেই জেলেই বন্দি বীরভূমের ‘বাঘ’, কেষ্ট-সুকন্যার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 02, 2023 | 9:54 AM

Tihar Jail: মঙ্গলবার সাতসকালে তিহাড় জেলে রক্তারক্তি কাণ্ড। জেলের ভিতরেই খুন হন গ্যাংস্টার তিলু। এই জেলেই বন্দি রয়েছে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। তাঁদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

Anubrata In Tihar Jail: তিহাড়ে গ্যাংস্টার খুন, সেই জেলেই বন্দি বীরভূমের বাঘ, কেষ্ট-সুকন্যার নিরাপত্তা নিয়ে প্রশ্ন
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: মঙ্গলবার সকালেই তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার তিলু তাজপুরিয়ার (Tillu Tajpuriya) উপর প্রাণঘাতী হামলা হয়। লোহার রড দিয়ে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষ যোগেশ টুন্ডু ও তাঁর সহকারীদের বিরুদ্ধে। এই হামলায় আজ সকালেই মৃত্যু হয়েছে তিলুর। এই ঘটনাকে কেন্দ্র করে তিহাড় জেলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। আর দিল্লির এই জেলেই বন্দি রয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি সেখানে ঠাঁই হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের। ফলে আজ সকালের এই ঘটনার পরে তাঁরা কতটা সুরক্ষিত এই নিয়ে প্রশ্ন উঠবে বলেই মনে করা হচ্ছে।

অনুব্রত, সুকন্যা ছাড়াও বাংলা থেকে মণীশ কোঠারি, সায়গল হোসেন ও এনামূল হকও বন্দি রয়েছেন তিহাড় জেলে। এদিকে শুধু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন। এই জেলে রয়েছেন দিল্লি সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, শিক্ষমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এদিকে অসুস্থতার অজুহাত দিয়ে দিল্লি হাইকোর্টে একাধিকবার জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। মঙ্গলবার সকালে তিহাড় জেলের এই রক্তারক্তি কাণ্ডের পর জামিনের জন্য অনুব্রত মণ্ডলের আইনজীবী আরও একটি অস্ত্র হাতে পেতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

প্রসঙ্গত, তিহাড় জেলের ৯ নম্বর সেলে বন্দি ছিলেন গ্যাংস্টার তিলু রাজপুরিয়া। আর তাঁর ঠিক পাশের সেল ৮ নম্বরেই ছিলেন দুষ্কৃতী যোগেশ টুন্ডা। লোহার গ্রিল টপকেই রড দিয়ে তিলুর উপর আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে যোগেশ ও তাঁর সহকারীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিলুকে ভর্তি করা হয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তিহাড়ের বন্দিদের গোষ্ঠী সংঘর্ষর জেরে জেল বন্দি অন্যান্য অভিযুক্তদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।

Next Article