নয়া দিল্লি: এমনিতে মেট্রো স্টেশনে স্টেশনে বা চলন্ত মেট্রো ছবি তোলা বা ভিডিয়ো রেকর্ড করা নিষিদ্ধ। মেট্রো স্টেশনে গেলেই বড় বড় পোস্টারে এই বিজ্ঞপ্তি চোখে পড়বে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে একাধিকবার ট্রেনের ভিডিয়ো তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদারে চলছে ভিডিয়োগ্রাফি। সম্প্রতি দিল্লি মেট্রোর ভিতরে পঞ্জাবি গানে নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক যুবতী দিল্লি মেট্রো স্টেশনে পঞ্জাবি গানে নাচছেন। তাঁর পরনে লাল রঙের একটি টপ ও ধূসর রঙের স্কার্ট। কাকার গাওয়া ‘শেপ’ নামের এক পঞ্জাবি গানে পা মেলাচ্ছেন যুবতী। নিজের ইনস্টাগ্রাম থেকে এই ভিডিয়োটি পোস্টও করেছেন তিনি। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, “আমি জানি, এইসব করার অনুমতি নেই। কিন্তু দিল্লি মেট্রোতে প্রথমবারের জন্য আমি এরকম করলাম।”
সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। প্রায় ২০ লক্ষ ভিউস পেরিয়ে গিয়েছে এই ভিডিয়োর। অনেকেই এই ভিডিয়োতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর তাঁর নাচ পছন্দ হয়েছে এবং মেয়েটির আত্মবিশ্বাসকে কুর্ণিশ জানিয়েছেন। আবার অনেকেই কমেন্টে ক্ষোভ উগরে লিখেছেন, নিয়ম লঙ্ঘন করার জন্য ডিএমআসির ওই যুবতীর উপর জরিমানা চাপানো উচিত। এদিকে দিল্লি মেট্রোর কর্তৃপক্ষের তরফে বারংবার যাত্রীদের স্টেশন বা মেট্রো ভিডিয়ো করতে নিষেধ করা হয়েছে। এক টুইটে দিল্লি মেট্রো জানিয়েছিল, “সফর করুন, কিন্তু অসুবিধ সৃষ্টি করবেন না।”