Gas balloon cyllinder: স্কুলে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৩৩ শিশু

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 12, 2023 | 9:29 PM

Helium cylinder explode: স্কুল মাঠে হিলিয়াম গ্যাস সিলিন্ডারটি রেখে বেলুনে গ্যাস ভরা হচ্ছিল। দুপুর ২টো নাগাদ হঠাৎ করেই সিলিন্ডারটিতে জোরাল বিস্ফোরণ ঘটে। সেই সময়ে স্কুলে টিফিন চলছিল। ফলে অধিকাংশ বাচ্চা মাঠে খেলছিল। গ্যাস সিলিন্ডারের জোরাল বিস্ফোরণে জখম হয় ৩৩ শিশু।

Gas balloon cyllinder: স্কুলে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৩৩ শিশু
গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

অম্বিকাপুর: বাচ্চাদের খেলার অন্যতম আকর্ষণীয় জিনিস হল বেলুন। আর সেটা যদি গ্যাস বেলুন (Gas balloon) হয় তো কথাই নেই। হিলিয়াম গ্যাস (Helium gas) ভর্তি বেলুন আকাশে উড়ে যেতে দেখলে বাচ্চাদের আনন্দের সীমা থাকে না। কিন্তু, বৃহস্পতিবার গ্যাস বেলুন কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বাচ্চারা। একেবারে স্কুল চত্বরে বেলুনে ভরার হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় জখম হয়েছেন একসঙ্গে ৩৩ জন পড়ুয়া-সহ ৩৭ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) সুরগুজা জেলার অম্বিকাপুর এলাকার একটি বেসরকারি স্কুলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বিকাপুরের একটি বেসরকারি স্কুলের ভিতর হিলিয়াম গ্যাসের সিলিন্ডারে হঠাৎ করে বিস্ফোরণ ঘটায় দুর্ঘটনাটি ঘটে। এই বিস্ফোরণে ৩৩ জন স্কুল পড়ুয়া-সহ ৩৭ জন আহত হয়েছেন। সঙ্গে-সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ১১ জন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা এখনও হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন এসপি সুনীল শর্মা। তবে কেন স্কুলের ভিতর হিলিয়াম গ্যাস সিলিন্ডার আনা হয়েছিল এবং স্কুলে কেন বেলুনে গ্যাস ভরা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসপি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অম্বিকাপুরের একটি বেসরকারি স্কুলে এক অনুষ্ঠান ছিল। সেজন্য গোটা স্কুল গ্যাস বেলুন দিয়ে সাজানো হচ্ছিল। স্কুল মাঠে হিলিয়াম গ্যাস সিলিন্ডারটি রেখে বেলুনে গ্যাস ভরা হচ্ছিল। দুপুর ২টো নাগাদ হঠাৎ করেই সিলিন্ডারটিতে জোরাল বিস্ফোরণ ঘটে। সেই সময়ে স্কুলে টিফিন চলছিল। ফলে অধিকাংশ বাচ্চা মাঠে খেলছিল। গ্যাস সিলিন্ডারের জোরাল বিস্ফোরণে জখম হয় ৩৩ শিশু। এছাড়া যাঁরা বেলুনে গ্যাস ভরছিলেন, সেরকম ৪ জন গুরুতর জখম হন। এই দুর্ঘটনার পর স্কুলের তরফেই সঙ্গে সঙ্গে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসপি শর্মা জানান, ১১ জন বাচ্চাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের চিকিৎসা চলছে।

Next Article