Train Accident Averted: বিস্ফোরণে উড়ে যেত গোটা ট্রেন! দিল্লি-হাওড়া রেললাইনে রাখা ছিল ভয়ঙ্কর জিনিস

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 22, 2024 | 11:54 AM

Indian Railways: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও জিআরপি। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিছুক্ষণের জন্য দিল্লি-হাওড়া রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Train Accident Averted: বিস্ফোরণে উড়ে যেত গোটা ট্রেন! দিল্লি-হাওড়া রেললাইনে রাখা ছিল ভয়ঙ্কর জিনিস
ফাইল চিত্র
Image Credit source: X

Follow Us

লখনউ: নিছকই দুর্ঘটনা বা রেলেক গাফিলতি নয়, দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ট্রেন দুর্ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্র করা হচ্ছে। সেই তত্ত্বই জোরাল হল আরও। ফের রেললাইন থেকে উদ্ধার হল গ্যাস সিলিন্ডার। অল্পের জন্য বড় মাপের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। এই নিয়ে চলতি মাসে তৃতীয়বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা প্রতিহত করা হল।

এবারের ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। জানা গিয়েছে, প্রেমপুর রেল স্টেশনের কাছে দিল্লি-হাওড়া রেললাইনে রাখা ছিল গ্যাস সিলিন্ডার। ওই লাইন ধরেই তখন আসছিল একটি ফ্রেট ট্রেন। এক্সপ্রেস ট্রেন যাওয়ার জন্য ওই ফ্রেট ট্রেন দাঁড় করানো হয়। সেই সময়ই  হঠাৎ লোকোপাইলটের নজরে আসে যে রেললাইনে একটি সিলিন্ডার আড়াআড়িভাবে রাখা। সঙ্গে সঙ্গে তিনি স্টেশন মাস্টার ও কন্ট্রোল রুমে খবর দেন। কোনওমতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও জিআরপি। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিছুক্ষণের জন্য দিল্লি-হাওড়া রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এই খবরটিও পড়ুন

এর আগে, গত ৯ সেপ্টেম্বর একই বিপদের মুখে পড়েছিল কালিন্দি এক্সপ্রেস। প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানি যাওয়ার সময় কানপুরের কাছেই রেললাইনে সিলিন্ডার রাখা ছিল। চালক ব্রেক কষলেও, সিলিন্ডারে ধাক্কা লাগে। ৫০ মিটার দূরে ছিটকে পড়ে সিলিন্ডারটি।

গতকাল, শনিবারও গুজরাটের সুরাটে কিম রেলস্টেশনের কাছে রেললাইন থেকে ফিসপ্লেট ও কি খুলে নেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে। রেলের আধিকারিকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।

Next Article