নতুন দিল্লি: এবার থেকে সস্তায় পাওয়া যাবে এসি ট্রেনে সফর করার সুবিধা। ভারতের প্রথম গতি শক্তি এক্সপ্রেস ট্রেন ২৯ অক্টোবর থেকে চালু হচ্ছে। এই ট্রেন রাজধানী দিল্লির আনন্দ বিহার থেকে পাটনার মধ্যে চলাচল করবে। এই ট্রেনটিতে সম্পূর্ণভাবে এসি থ্রি ইকোনমি ক্লাসের কোচ থাকবে।
এই ট্রেনের ভাড়া সাধারণ এসি থ্রি টায়ার ক্লাসের চেয়ে প্রায় ৮ শতাংশ কম হবে। বর্তমানে এই ট্রেনটিকে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন হিসেবে শুরু করা হচ্ছে। আনন্দ বিহার থেকে এই ট্রেনটি রাত ১১.১০ মিনিটে রওনা হয়ে পরের দিন বেলা ৩ টে ১৪ মিনিটে পাটনায় পৌঁছবে। ফেরার সময় এই ট্রেনটি পাটনা থেকে বিকেল ৫.৪৫ এ রওনা হয়ে পরেরদিন সকাল ০৯.৫০ এ আনন্দ বিহারে পৌঁছবে।
চলার পথে এই ট্রেনটি কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, দিনদয়াল উপাধ্যায় এবং দানাপুরে থামবে। আনন্দ বিহার থেকে এই ট্রেনটি ২৯ এবং ৩১ অক্টোবর, তারপর আবার ২,৫ এবং ৭ নভেম্বর চলবে। অন্যদিকে পাটনা থেরে ৩০ অক্টোবর এবং তারপর ১,৩,৬ এবং ৮ নভেম্বর চলবে।
প্রসঙ্গত বর্তমানে কপুরথালা রেল কোচ কারখানায় এসি থ্রি টায়ারের ইকোনমি ক্লাসের কিছু কোচ তৈরি করা হয়েছে। এই কোচগুলি দেশের আলাদা আলাদা রেলওয়ে জোনকে পাঠানোও হয়েছে। বর্তমানে এই কোচগুলিকে আলাদা আলাদা ট্রেনে লাগানোর পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রেলওয়ে এই বছর এসি থ্রি ইকোনমির ৮০০ কোচ তৈরি করতে চলেছে। এর মধ্যে ৩০০ কোচ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, ২৮৫টি কোচ মডার্ণ কোচ ফ্যাক্টরি রায়বেরিলি এবং ১৭৭টি কোচ কপুরথালা ফ্যাক্টরিতে তৈরি করা হবে।
অন্যদিকে উৎসবের মরশুমকে মাথায় রেখে বিহারবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেল। সামনেই দীপাবলী আর ছটপুজোর আসতে চলেছে। বহু বিহারবাসীই কর্মসূত্র ভিনরাজ্যে বসবাস করেন। তাদের সুবিধার্থে এবং আগামী উৎসবের মরশুমে রেলওয়ের তরফে বেশকিছু ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নর্দান রেলওয়ের তরফে দিল্লি-সহরসা, আনন্দবিহার-দ্বারভাঙ্গা/ভাগলপুরের মধ্যে বেশ কয়েকজোড়া ফেস্টিবল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নর্দান রেলওয়ের মুখপাত্র দীপক কুমারের মোতাবেক উৎসবের দিনে ভিন রাজ্য থেকে মানুষের দেশে ফেরার রাস্তাকে সুগম করতে তিনজোড়া ফেস্টিবল স্পেশাল ট্রেন চালানো হবে।
গতি শক্তি এক্সপ্রেসকে এই ফ্যাস্টিভ্যাল স্পেশাল ট্রেনের তালিকায় রাখা হয়েছে পরীক্ষা নিরিক্ষার জন্য। যদি উৎসবের মধ্যে এই ইকোনমি ক্লাসের ট্রেন সফল হয়, তাহলে আগামী দিনে দূরপাল্লার ট্রেন হিসেবে সাধারণ মানুষের কাছে এই ট্রেনটির গ্রহণযোগ্যতা বাড়তে পারে।
আরও পড়ুন: Ration Shop: এবার রেশন দোকানেই মিলবে লোন, প্যান, ভোটার কার্ড