Ration Shop: এবার রেশন দোকানেই মিলবে লোন, প্যান, ভোটার কার্ড

সরকারি রেশন দোকানের মাধ্যমে আর্থিক পরিষেবা দেওয়ার প্রস্তাবে ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেজ (DFS)-এর প্রতিনিধিরা জানিয়েছেন, ইচ্ছুক রাজ্যগুলির সঙ্গে কোঅর্ডিনেট করে তারা এর জন্য প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন।

Ration Shop: এবার রেশন দোকানেই মিলবে লোন, প্যান, ভোটার কার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2021 | 3:53 PM

রেশন দোকানের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা ছবি। দোকানের সামনে সারি দিয়ে দাঁড়ানো মানুষ, চাল,ডাল, গমের বস্তার সার দিয়ে রাখা। কিন্তু আগামী দিনে এই ছবিটাও বদলে যেতে পারে। কারণ এখন রেশন দোকানে শুধু চাল,ডাল, গম নয়, বরং পাওয়া যেতে পারে অন্যান্য সুযোগ সুবিধাও। এতদিন রেশন দোকানে সরকারের দ্বারা খাদ্যশস্য, তেল ইত্যাদি দেওয়া হত, কিন্তু এখন পাওয়া যাবে সিএসসি পরিষেবাও।

আসলে খাদ্য মন্ত্রকের দফতর রেশন দোকানের রোজগার বাড়াতে সিএসসি ই-গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লি. (সিএসসি)-এর সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির ফলে না শুধু সাধারণ মানুষের ফায়দা হবে বরং রেশন দোকানের মালিকরাও লাভবান হবেন। রেশন দোকানে সিএসসি সার্ভিস শুরু হলে অতিরিক্ত সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, জল সহ অন্যান্য বেশকিছু জিনিসের বিল জমা দেওয়া যাবে। আধিকারিকদর মোতাবেক খাদ্য আর সর্বজনিক বিতরণ বিভাগ সিএসি-র সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে। বলা হচ্ছে এই মউ-এর উদ্দেশ্য রেশন দোকানের ডিলারদের মাধ্যমে সিএসি পরিষেবা দিয়ে তাদের রোজগার বাড়ানো। এই মউ চুক্তিতে স্বাক্ষর করেথেল সহ সচিব (PD) জ্যোৎস্না গুপ্তা এবং সিএসসির উপাধ্যক্ষ সার্থিক সচদেব।

বলা হচ্ছে এখন রেশন দোকানগুলিকে সিএসি সেবা কেন্দ্র হিসেবে বিকশিত করা হতে পারে। রেশন দোকানে প্রদত্ত সুযোগ সুবিধা ছাড়াও রেশন দোকানগুলিকে অতিরিক্ত পরিষেবা নির্বাচন করতে বলা হতে পারে। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে বিভিন্ন বিল জমা, প্যান আেদন, পাসপোর্টের আবেদন, নির্বাচন কমিশন সম্পর্কিত পরিষেবা ইত্যাদি। সারা দেশে প্রায় ৫ লাখের বেশি রেশন দোকান রয়েছে। কেন্দ্রীয় সরকার এই রেশন দোকানগুলির আর্থিক ক্ষমতা এবং ব্যবহারিকতা বাড়ানোর উপর নজর দিতে চাইছে।

সম্প্রতি খাদ্য সচিব শুধাংশু পাণ্ডে রেশন দোকানগুলির আর্থিক ব্যবহারিকতা বাড়ানো নিয়ে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি রেশন দোকানে ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করারও প্রস্তাব দিয়েছেন। এই বৈঠকে সরকারি তেল বিপণন কোম্পানিগুলি এই প্রস্তাবে সমর্থনও জানিয়েছে। শুধু বিল জমা, ভোটার বা প্যান কার্ডের আবেদনই নয়, এবার থেকে রেশন দোকানের মাধ্যমে লোন পরিষেবা দেওয়ারও ভাবনা চিন্তা করা হচ্ছে। ওই বৈঠকে এই প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। এই বৈঠকে অর্থমন্ত্রক, পেট্রোলিয়াম মন্ত্রক এবং ইলেকট্রনিক্স মন্ত্রকের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

সরকারি রেশন দোকানের মাধ্যমে আর্থিক পরিষেবা দেওয়ার প্রস্তাবে ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেজ (DFS)-এর প্রতিনিধিরা জানিয়েছেন, ইচ্ছুক রাজ্যগুলির সঙ্গে কোঅর্ডিনেট করে তারা এর জন্য প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন। বয়ানে বলা হয়েছে, সরকার এই রেশন দোকানগুলির মাধ্যমে আর্থিক লোন দেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করছে।

আরও পড়ুন: Gold Price Today: দীপাবলীর আগেই দাম কমল সোনার,৮৩৩০ টাকা সস্তা সোনালি ধাতু