GE Aerospace: হ্যালের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, বায়ুসেনার জেট ইঞ্জিন তৈরি করবে মার্কিন সংস্থা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 22, 2023 | 5:39 PM

GE Aerospace signs MoU with HAL: ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন তৈরি করবে জিই অ্যারোস্পেস (GE Aerospace)। বৃহস্পতিবার (২২ জুন), এই বিষয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের (HAL) সঙ্গে একটি মউ (MOU) স্বাক্ষর করেছে মার্কিন সংস্থাটি।

GE Aerospace: হ্যালের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, বায়ুসেনার জেট ইঞ্জিন তৈরি করবে মার্কিন সংস্থা
বায়ুসেনার যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন তৈরি করবে জিই অ্যারোস্পেস

Follow Us

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফর চলাকালীনই প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার প্রশ্নে আরও কাছাকাছি এল নয়া দিল্লি এবং ওয়াশিংটন। বৃহস্পতিবার (২২ জুন), জিই অ্যারোস্পেস (GE Aerospace) জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন তৈরি করবে তারা। এই বিষয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের (HAL) সঙ্গে, একটি মউ (MOU) স্বাক্ষর করেছে আমেরিকার ওহায়ো প্রদেশের সংস্থাটি। চুক্তিতে অনুযায়ী, ভারতে হ্যালের সঙ্গে যৌথভাবে এফ৪১৪ (F414) ইঞ্জিন উত্পাদন করবে জিই অ্যারোস্পেস। সংস্থাটি জানিয়েছে, এর জন্য প্রয়োজনীয় উপকরণ ভারতে রফতানি করতে মার্কিন সরকারের অনুমোদন দরকার। এই বিষয়ে বাইডেন সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে জিই অ্যারোস্পেস।

হ্যালের পক্ষ থেকে বর্তমানে, মিডিয়াম ওয়েট কমব্যাট এয়ারক্রাফ্ট, তেজস মার্ক টু তৈরি করা হচ্ছে। সেই প্রকল্পেরই অংশ হিসেবে জিই অ্যারোস্পেসের সঙ্গে এই চুক্তি করল হ্যাল। পুরোনো হয়ে যাওয়ায় এবং কার্যক্ষমতা হারানোয়, জাগুয়ার, মিরাজ, মিগ-২৯-এর মতো ভারতীয় বায়ুসেনার বেশ কিছু যুদ্ধবিমানের বহরকে বসিয়ে দিতে হবে। তার বদলে বায়ুসেনার নতুন যুদ্ধবিমান প্রয়োজন। ফরাসী ডাসল্ট সংস্থার তৈরি রাফাল যুদ্ধবিমানগুলি এর কিছুটা প্রয়োজনীয়তা মেটাবে। তবে, তাতেও বাহিনীর পুরো চাহিদা পূর্ণ হবে না। ‘আত্মনির্ভর ভারত’ নীতির অধীনে নয়া যুদ্ধবিমানগুলির ৯০ শতাংশ দেশীয়ভাবে তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। সেই লক্ষেই তৈরি করা হচ্ছে তেজস মার্ক টু। তাই, জিই অ্যারোস্পেসের সঙ্গে হ্যালের ইঞ্জিন সংক্রান্ত এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমে বাড়াচ্ছে নয়া দিল্লি। একটা সময় প্রতিরক্ষা আমদানির ক্ষেত্রে ভারত পুরোপুরি রাশিয়ার উপর নির্ভরশীল ছিল। এখন প্রতিরক্ষা ক্ষেত্রে, আমেরিকা, ফ্রান্সের মতো দেশগুলির সঙ্গেও সম্পৃক্ততা বাড়ছে ভারতের। এই মউ স্বাক্ষর, প্রতিরক্ষায় ভারত-মার্কিন বন্ধুত্বের ক্ষেত্রে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তি সম্পর্কে জিই অ্যারোস্পেসের সিইও এইচ লরেন্স কাল্প বলেছেন, “এটি একটি ঐতিহাসিক চুক্তি। ভারত এবং হ্যালের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বের কারণেই এই চুক্তি সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদী দুজনেই চান যে, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে উঠুক। সেই দৃষ্টিভঙ্গির বাস্তবায়নে আমাদেরও একটা বড় ভূমিকা রইল। এর জন্য আমরা গর্বিত৷ আমাদের এফ-৪১৪ ইঞ্জিনগুলি অতুলনীয়। দুই দেশের জন্য অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ইঞ্জিন।”

Next Article