গ্বালিয়র: এক মহিলা ও তাঁর আত্মীয়কে চলন্ত ট্রেন থেকে জোর করে ফেলে দেওয়ার অভিযোগ উঠল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের গ্বালিয়রের কাছে। নির্যাতিতা মহিলা মুজফ্ফরপুর থেকে গুজরাতের সুরাটে যাচ্ছিলেন। সুরাট এক্সপ্রেসে করে যাচ্ছিলেন তাঁরা। সেই ট্রেনেই পাঁচ ব্যক্তি ওই মহিলাকে যৌন হেনস্থা করার চেষ্টা করে বলে অভিযোগ। তাতে বাধা দেওয়াতেই ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই মহিলার। ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই মহিলা ঝাড়খণ্ড থেকে সুরাট যাচ্ছিলেন। এক আত্মীয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি। সে সময়ই পাঁচ অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ। ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্তরা তাঁর শাড়ি ধরে টানছিল। আসন পরিবর্তন করলেও হেনস্থা থামেনি। বাধা দেওয়ায় তাঁর আত্মীয়কেও মারধর করা হয় বলে অভিযোগ। এর পর জোর করে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। এর জেরে গুরুতর চোটও পেয়েছেন ওই মহিলা ও তাঁর আত্মীয়।
ঘটনা নিয়ে বিলুয়া থানায় অভিযোগ করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ঘটনা নিয়ে গ্বালিয়রের পুলিশ সুপার রাকেশ সিং চান্ডেল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্তের জন্য ডাবরার এসডিপিও ও বিলুয়া স্টেশন ইন চার্জকে নির্দেশ দিয়েছেন তিনি।