Ghaziabad name change: নাম বদলাচ্ছে গাজিয়াবাদের, নতুন কী নাম হচ্ছে?

Sukla Bhattacharjee |

Jan 11, 2024 | 5:44 PM

Name change: জনগণের দাবি মেনেই শহর তথা জেলার নাম বদল করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন গাজিয়াবাদের মেয়র সুনীতা দয়াল। তিনি বলেন, পুরসভা বোর্ডের সদস্যদের মধ্যে আলোচনার পর গাজিয়াবাদের নাম বদল করে ৩টি নামের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Ghaziabad name change: নাম বদলাচ্ছে গাজিয়াবাদের, নতুন কী নাম হচ্ছে?
নাম বদলাচ্ছে গাজিয়াবাদের।

Follow Us

গাজিয়াবাদ: স্টেশন হোক বা শহর, নাম বদলের ধারা চলছেই। এলাহাবাদ, আলিগঢ়ের পর এবার নাম বদল হতে চলেছে উত্তর প্রদেশের আরেক প্রাচীন জেলা ও শহর, গাজিয়াবাদের। ইতিমধ্যে গাজিয়াবাদ পুরসভায় গাজিয়াবাদ নাম বদলের প্রস্তাব পাশ হয়েছে। নতুন নামকরণের জন্য ৩টি নামের প্রস্তাবও এসেছে।

সূত্রের খবর, মঙ্গলবারই দুই-তৃতীয়াংশ ভোটে গাজিয়াবাদ শহরের নাম বদলের প্রস্তাব পাশ হয়েছে পুরসভায়। শহরের নতুন নামকরণের জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। নামগুলি হল- গজ প্রস্থ, দুধেশ্বর নাথ নগর অথবা হরনন্দিপুরম। এই তিনটি নামের মধ্যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি নাম চূড়ান্ত করবেন।

জনগণের দাবি মেনেই শহর তথা জেলার নাম বদল করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন গাজিয়াবাদের মেয়র সুনীতা দয়াল। তিনি বলেন, পুরসভা বোর্ডের সদস্যদের মধ্যে আলোচনার পর গাজিয়াবাদের নাম বদল করে ৩টি নামের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

গাজিয়াবাদ শহরের অন্যতম প্রসিদ্ধ মন্দির হল, দুধেশ্বর নাথ মন্দির। সেই মন্দিরের নামেই জেলার নামকরণ করার একটি প্রস্তাব উঠেছে। এই বিষয়ে গত মাসে মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত নারায়ণ গিরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেছেন এবং তাঁর অনুরোধ বিবেচনা করে দেখার বিষয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন মহন্ত।

আবার গজ প্রস্থ নাম রাখার যে প্রস্তাব উঠেছে, তার পিছনে রয়েছে ইতিহাস। গাজিয়াবাদ নামের আগে জেলার নাম ছিল গজ প্রস্থ। মুঘল সম্রাট আকবরের শ্যালক ঘাজুদ্দিন এই জেলার নতুন নামকরণ করেছেন গাজিয়াবাদ। মহন্তের মতে, যে নামগুলি ঔপনিবেশিকতার তকমা বহন করে, সেগুলি স্বাধীনতার পরে ধরে রাখা উচিত নয়। গাজিয়াবাদ পুরসভায় নাম বদল ও নতুন তিনটি নামের প্রস্তাব গৃহীত হওয়ায় এটা সৌভাগ্য বলে জানিয়েছেন মহন্ত নারায়ণ গিরি। তিনি জানান, গজিয়াবাদের নতুন নাম হিসাবে গজ প্রস্থ, দুধেশ্বর নাথ নগর ও হরনন্দিপুরম- তিনটি নামের প্রস্তাবই মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে এবং তিনি সবকটি নাম বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। নতুন নামকরণের মধ্য দিয়ে শহরের পুরানো গৌরব ফিরে আসবে বলেও আশাবাদী তিনি।

Next Article