Gulam Nabi Azad: ‘রাজনীতিতে কী হবে, কেউ জানে না!’ জল্পনা বাড়িয়ে বললেন গুলাম নবি আজাদ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2021 | 2:02 PM

Gulam Nabi Azad: সম্প্রতি জম্মু ও কাশ্মীর জুড়ে একাধিক বৈঠক করেছেন তিনি। সেখান থেকে জল্পনার সূত্রপাত। শোনা যাচ্ছে, বেশ কয়েকজনকে কংগ্রেস নেতাকে নিয়ে নতুন দল গঠন করতে পারেন তিনি।

Gulam Nabi Azad: রাজনীতিতে কী হবে, কেউ জানে না! জল্পনা বাড়িয়ে বললেন গুলাম নবি আজাদ
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি : কংগ্রেস তথা গান্ধী পরিবারের বিরুদ্ধে যাঁরা প্রশ্ন তুলেছিলেন সেই বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম মুখ ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। এবার জল্পনা নতুন দল গঠন করতে পারেন তিনি। সম্প্রতি জম্মু ও কাশ্মীর জুড়ে পরপর বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। আর তারপরই জোরালো হয় জল্পনা। প্রশ্ন উঠছে, গুলাম নবি আজাদ কি নতুন দল তৈরি করতে চলেছেন? এক সাক্ষাৎকারে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। তবে আজাদ বলেছেন, ‘রাজনীতিতে কী হবে, তা কেউ বলতে পারে না।’

সম্প্রতি কাশ্মীরে তাঁর একের পর এক বৈঠক ঘিরে নতুন দল গড়ার জল্পনা সামনে আসে। কানাঘুষো শোনা যায়, অন্তত ২০ জন নেতা কংগ্রেস থেকে পদত্যাগ করে হাত ধরবেন আজাদের। তবে এইসব বৈঠক যে নতুন দল গঠনের জন্য, তা মানতে নারাজ গুলাম নবি আজাদ। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার জন্যই এইসব বৈঠক। তাঁর দাবি কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পর যে সব রাজনৈতিক কাজকর্ম স্থগিত হয়ে গিয়েছে, তা পুনরুজ্জ্বীবিত করতেই নাকি উদ্যোগ নিয়েছেন তিনি। আপাতত নতুন কোনও দল গঠনের পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তবে ‘রাজনীতিতে কী হবে কেউ জানে না’ বলে যে মন্তব্য তিনি করেছেন, তাতে জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রায় চার দশক ধরেই কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কাশ্মীরের এই নেতা। সেই আজাদের দাবি, ‘রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধীর আমলের মতো সমালোচনা শুনতে প্রস্তুত নয় দল। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী বোধ হয় আমাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছিলেন। ভুল হলে সেই নিয়ে প্রশ্ন তুলতে পারতাম। সমালোচনা করলে কিছু মনে করতেন না তাঁরা।  আক্রমণাত্মক বলে মনে করতেন না, আর আজকের নেতারা সমালোচনা করলে আক্রমণাত্মক বলে মনে করেন।’

ইন্দিরা গান্ধীর সময়কার কথা উল্লেখ করে গুলাম নবি আজাদ জানান, একসময় ইন্দিরার পছন্দের দুই নেতাকে যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি  করায় আপত্তি জানিয়েছিলেন তিনি। তাঁর সিদ্ধান্তে উৎসাহ দিয়ে ইন্দিরা গান্ধী বলেছিলেন, চালিয়ে যাও। তিনি আরও জানান, রাজীব গান্ধী রাজনীতিতে আসার পর ইন্দিরা গান্ধী তাঁকে ডেকে রাজীব গান্ধীকে বলেছিলেন, ‘গুলাম নবি আমার কথায় না-ও বলতে পারে। তবে সে না মানে আমাকে অসম্মান করা নয়। দলের ভালোর জন্যই ও না বলে থাকে। বর্ষীয়ান কংগ্রেস নেতা দাবি, আজ কংগ্রেসের সেই না শুনতে কেউ রাজি নয়।

নতুন দলের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘রাজনীতিতে পরবর্তীকালে কী হবে, তা কেউ আন্দাজ করতে পারেনা। ঠিক যেমন কেউ জানেনা তাঁর মৃত্যু কখন হবে। তবে নতুন দল তৈরির কোনও অভিপ্রায় আমার নেই।’

গুলাম নবি আজাদ মনে করেন গত দু’বছর ধরে দলের সঙ্গে মানুষের সংযোগ কমেছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর বহু রাজনৈতিক নেতা নেত্রী কে জেলে যেতে হয়েছে। আর তার জেরেই রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে উপত্যকায় সেগুলো নতুন করে শুরু করার জন্য এই উদ্যোগ নিয়েছেন বলে জানান আজাদ।

আরও পড়ুন : Nagaland Firing: ‘দুর্ভাগ্যজনক ঘটনা’, নাগাল্যান্ডে গ্রামবাসীদের মৃত্যুর ঘটনায় বিবৃতি প্রকাশ সেনাবাহিনী

Next Article