নয়া দিল্লি: ফের বসতে চলেছে জয়পুর সাহিত্য উৎসবের আসর। ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হোটেল ক্লার্কস আমেরে চলবে ১৮তম জয়পুর সাহিত্য উৎসব। থাকছেন তিনশোর বেশি বক্তা। সাহিত্যের দুনিয়ায় বদল, সাহিত্যের হাত ধরে বদলে – এই মর্মেই এবার মূলত হতে চলেছে মূল আলোচনা। এই থিমকে পাথেয় করেই ডানা মেলবে এবারের জয়পুর সাহিত্য উৎসব।
‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য অনুষ্ঠান’ হিসাবে ইতিমধ্যেই বিশ্বব্যাপী একটা আলাদা জায়গা করে নিয়েছে এই এই অনুষ্ঠান। দেশ তো বটেই গোটা বিশ্বের সাহিত্যপ্রেমীদের মনেও বিগত কয়েক বছর ধরে বড় জায়গা করে নিয়েছে জয়পুর সাহিত্য উৎসব। ৫ দিনের বইপ্রেমীদের এই উৎসবে দেশ-বিদেশের খ্যাতনামা সব লেখক, চিন্তাবিদ এবং পাঠকেরা এক হতে চলেছেন এক ছাতার তলায়।
প্রতিবারের মতো এবারেও থাকছে একগুচ্ছ চমক। থাকছে বিতর্ক সভা, চিন্তন শিবির, আলোচনা, খ্যাতানাম শিল্পীদের চোখ ধাঁধানো পারফরমেন্স। বই, সাহিত্য চর্চা আগামীর দুনিয়াকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আগামীর দুনিয়ায় সাহিত্য কোন জায়গা পাবে পাঁচদিনের উৎসবে বারবার উঠে আসতে চলেছে সেই আলোচনা। বক্তাদের তালিকায় থাকছে আন্দ্রে আসিমান, অনিরুদ্ধ কানিসেত্তি, আনা ফান্ডার, অশ্বানী কুমার, কাভেরি মাধবন, ক্লডিয়া ডি র্যাম, ডেভিড নিকোলস, ফিওনা কার্নারভন, ইরা মুখোতি, ইরেনোসেন ওকোজি, জেনি এরপেনবেক, জন ভ্যালান্ট, কল্লোল ভট্টাচার্য, মৈত্রী বিক্রমাসিংহে, মানব কৌল, মিরিয়াম মার্গোলিয়েস, নাসিম নিকোলাস তালেব, নাথান থ্রাল, প্রয়াগ আকবর, প্রিয়াঙ্কা মাত্তু, স্টিফেন গ্রিনব্ল্যাট, টিনা ব্রাউন, ভি. ভি. গণেশনাথন, ভেঙ্কি রামকৃষ্ণন এবং ইয়ারোস্লাভ ট্রোফিমভের মতো ব্যক্তিত্বরা।
একইসঙ্গে ভারতের নানা প্রদেশের, নানা লেখকেরা এক ছাতার তলায় আসতে চলেছেন। ভাঙছে ভাষার ব্যারিকেড। হিন্দি, বাংলা, রাজস্থানি, কন্নড়, তামিল, তেলেগু তো থাকছেই, সঙ্গে ওড়িয়া, সংস্কৃত, অহমিয়া, মালায়ালাম, মারাঠি, পাঞ্জাবি এবং উর্দুতে বসতে চলেছে আলোচনা সভা।