উধমপুর: নানা সময়েই ধর্মান্তকরণ নিয়ে উত্তপ্ত হয়েছে জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ধর্মান্তকরণ রোধে বিধানসভায় বিল পেশ হয়েছে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই নিয়ে আলোচনাও চলছে। ধর্মান্তকরণ প্রসঙ্গে এবার মুখ খুললেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। শনিবার তিনি বলেন, কেউ যদি কোনও ব্যক্তির ধর্মান্তকরণ করে, তবে নিশ্চয়ই সে তলোয়ার ব্যবহার করে সেটা করছে না। একজনের ভাল কাজ ও চরিত্র দেখেই অন্যরা ধর্ম পরিবর্তনে প্রভাবিত হয়।
শনিবার উধমপুরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ। সেখানেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “কেউ তলোয়ার দিয়ে ভয় দেখিয়ে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করছে না। একজনের ভাল কাজ ও চরিত্র দেখেই অন্যরা ধর্ম পরিবর্তনে প্রভাবিত হয়। মানুষ তখনই ধর্ম পরিবর্তন করে, যখন তারা দেখে একটি নির্দিষ্ট ধর্ম বিভেদের পথে না হেঁটে মানবসেবা করছে।”
সম্প্রতি কর্ণাটক বিধানসভায় ধর্মান্তকরণের বিরুদ্ধে বিল পেশের কথা জানা গিয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করেই এই বিল পাশের করা হচ্ছে। কর্ণাটকের এই ঘটনার পর প্রবীণ কংগ্রেস নেতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কর্ণাটকের ওই বিলে লেখা ছিল, “কোনও ব্যক্তি ভুল উপস্থাপন, বলপ্রয়োগ, অযৌক্তিক প্রভাব, জবরদস্তি, প্রলোভন বা কোনও প্রতারণামূলক উপায়ে বা বিয়ের মাধ্যমে সরাসরি বা অন্য কোনও ব্যক্তিকে এক ধর্ম থেকে অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত বা ধর্মান্তরিত করার চেষ্টা করবে না।”
এর আগে, মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছিলেন যে প্রস্তাবিত ধর্মান্তর বিরোধী আইন যা রাজ্য সরকার বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রবর্তন করতে চায় তা শুধুমাত্র প্রলোভনের মাধ্যমে ধর্মীয় ধর্মান্তর রোধ করার জন্য। বোমাই জানিয়েছেন, “প্রস্তাবিত আইন সংবিধানের অধীনে এবং এই আইনের মাধ্যমে নিশ্চিত করা। কোনও ধর্ম, তাদের অনুশীলন এবং ঐতিহ্যকে প্রভাবিত করবে না,”
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে, গুজরাট বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার সাথে ‘গুজরাট ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট, ২০২১’ পাশ করেছে যাতে বিয়ের মাধ্যমে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান নিয়ে আসা হয়েছিল। উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশের পর গুজরাটই তৃতীয় রাজ্য যেখানে জোর করে ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন করা হয়েছে।