Google ex employee: গুগলের কর্মী থেকে উবার চালক, কারণ শুনলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 25, 2023 | 11:55 PM

Google ex employee turns uber driver: ঘুরে বেড়ানো এবং নতুন-নতুন জায়গার আবিষ্কার করাই নেশা। আর সেই নেশার ঝোঁকে গুগলের চাকরি ছেড়ে উবার মোটো -র পেশা বেছে নিয়েছেন। শুনতে অবিশ্বাস্য লাগছে! বাস্তবে এমনটাই করেছেন বেঙ্গালুরুর যুবক। সম্প্রতি X হ্যান্ডেলার রাঘব দুয়ার একটি ভিডিয়ো ডকুমেন্টারিতে ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

Google ex employee: গুগলের কর্মী থেকে উবার চালক, কারণ শুনলে অবাক হবেন
গুগল কর্মী থেকে উবার চালক।
Image Credit source: Instagram

Follow Us

নয়া দিল্লি: ঘুরে বেড়ানো এবং নতুন-নতুন জায়গার আবিষ্কার করাই নেশা। আর সেই নেশার ঝোঁকে গুগলের (Google) চাকরি ছেড়ে উবার মোটো (Uber moto) -র পেশা বেছে নিয়েছেন। শুনতে অবিশ্বাস্য লাগছে! বাস্তবে এমনটাই করেছেন বেঙ্গালুরুর যুবক। সম্প্রতি X হ্যান্ডেলার রাঘব দুয়ার একটি ভিডিয়ো ডকুমেন্টারিতে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। যা দেখে হতবাক নেটিজেনরা।

X হ্যান্ডেলার রাঘব দুয়া সম্প্রতি ওই উবার মোটো চালকের সঙ্গে বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্থানে বেড়াতে গিয়েছিলেন। তিনিই ওই যুবকের দুঃসাহসিক পদক্ষেপের কথা X হ্যান্ডেলে জানিয়েছেন। পোস্টে তিনি জানিয়েছেন, ওই যুবক গুগলের কর্মী থেকে উবার মোটো চালকের পেশা বেছে নিয়েছেন। মাত্র ২০ দিন আগে ওই যুবক বেঙ্গালুরু এসেছেন। তাঁর একটা অতি সাধারণ ইচ্ছা- প্রাণবন্ত শহরকে অন্বেষণ করা।

রাঘব দুয়ার এই পোস্টটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, অসাধারণ ইচ্ছা। আবার কেউ লিখেছেন, তিনি হায়দরাবাদে গাড়ি চালালে আরও ভাল হত। আবার আরেকজন লিখেছেন, দিল্লি-নিবাসী ৫৩ বছর বয়সি এক ব্যক্তি ব্যাঙ্ক ম্যানেজারের পদ ছেড়ে ব়্যাপিডো চালকের পেশা বেছে নিয়েছেন। তাঁরও নেশা, শহরের নতুন-নতুন স্থান খুঁজে বের করা।

অর্থাৎ ঘুরে বেড়ানোর নেশার পাশাপাশি নতুন-নতুন স্থান খুঁজে বের করা যে অনেকেরই ইচ্ছা হতে পারে এবং সেই ইচ্ছা পূরণের জন্য মোটা অঙ্কের বেতনের ভাল চাকরি ছাড়তেও পিছুপা হন না, তা এই ঘটনাগুলিতেই স্পষ্ট।

Next Article