বন্ধ রাস্তাও ঝাঁ-চকচকে দেখাল গুগল ম্যাপ, মাটির স্তূপে গোত্তা খেয়ে দুমড়ে গেল গাড়ি!

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 28, 2024 | 5:49 PM

Google Map: দিন কয়েক আগেই গুগল ম্যাপ অনুসরণ করে নির্মীয়মাণ সেতু থেকে পড়ে গিয়েছিল একটি গাড়ি। এবার দুর্ঘটনা হাথরসে। গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুটি গাড়ি চালক ভুলবশত নির্মাণকাজ চলা হাইওয়েতে উঠে পড়ে।

বন্ধ রাস্তাও ঝাঁ-চকচকে দেখাল গুগল ম্যাপ, মাটির স্তূপে গোত্তা খেয়ে দুমড়ে গেল গাড়ি!
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।
Image Credit source: X

Follow Us

লখনউ: আবার গুগল ম্যাপের গড়বড়। এবার নির্মীয়মাণ হাইওয়েতে তুলে দিল গাড়ি। দুর্ঘটনার মুখে  পড়ে দুটি গাড়িই। গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় দুটি গাড়িই। এয়ারব্যাগ খুলে যাওয়ায় কোনওমতে রক্ষা পান যাত্রীরা। অল্পবিস্তর চোট পেয়েছেন তারা।

দিন কয়েক আগেই গুগল ম্যাপ অনুসরণ করে নির্মীয়মাণ সেতু থেকে পড়ে গিয়েছিল একটি গাড়ি। এবার দুর্ঘটনা হাথরসে। গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুটি গাড়ি চালক ভুলবশত নির্মাণকাজ চলা হাইওয়েতে উঠে পড়ে। এরপরই মাটির স্তূপে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িগুলি।

প্রথম যে গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে, তাতে দুজন ছিলেন। তাঁরা সামান্য আহত হয়েছেন। সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণ রক্ষা পায়। পুলিশ পৌঁছে দুজনকেই গাড়ি থেকে বের করে। অন্য গাড়ির আরোহীরাও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলেই খবর।

জানা গিয়েছেস মথুরা-বরৈলি হাইওয়ে দিয়ে যাচ্ছিল গাড়িগুলি। বরৈলি থেকে মথুরা-বৃন্দাবনের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। রুট দেখতে গুগল ম্যাপ অন করেন। ম্যাপে ওই হাইওয়ের রাস্তা দেখানো হয়। এদিকে, ওই হাইওয়েতে কাজ চলছে। গুগল ম্যাপে তা দেখানো হয়নি। ম্যাপ অনুসরণ করে হাইওয়েতো ওঠার পরই হঠাৎ রুট শেষ হয়ে যায়। গাড়ি সামান্য এগোতেই সোজা গিয়ে ধাক্কা লাগে মাটির স্তূপের সঙ্গে।

আহতদের অভিযোগ, মথুরা-বরেলি হাইওয়ের  উপরে হাথরস জংশন থানা এলাকায় ওই রাস্তায় কোনও ডাইভারশন বোর্ড লাগানো ছিল না। এই কারণেই তারা বুঝতে পারেননি যে সামনে রাস্তা বন্ধ। দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। এলাকাবাসীদের দাবি, এখনও পর্যন্ত দুই ডজনেরও বেশি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছে।

Next Article