Covid vaccination certificate: ১১৩টি দেশে গৃহীত করোনা টিকা সার্টিফিকেট, কথা চলছে বাকি দেশের সঙ্গেও, জানালেন বিদেশমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 17, 2021 | 9:38 AM

113 Countries Accepted India's Covid vaccination certificate: ১৩ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, এখনও অবধি বিশ্বের ১১৩টি দেশ ভারতের টিকা সার্টিফিকেটকে গ্রহণ করেছে। এদের মধ্যে আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, রাশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশ রয়েছে বলে জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

Covid vaccination certificate: ১১৩টি দেশে গৃহীত করোনা টিকা সার্টিফিকেট, কথা চলছে বাকি দেশের সঙ্গেও, জানালেন বিদেশমন্ত্রী
কোন কোন দেশে গৃহিত ভারতের টিকা শংসাপত্র? প্রতীকী চিত্র।

Follow Us

নয়া দিল্লি: করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেক উন্নত দেশের আগেই করোনা টিকা (COVID Vaccine) প্রস্তুত করে ফেলেছিল ভারত, কিন্তু করোনা টিকার শংসাপত্র বা ভ্যাকসিন সার্টিফিকেট (COVID Vaccine Certificate) নিয়ে সমস্যায় পড়েছিলেন অনেক বিদেশযাত্রীই (Indian Travelers)। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হল, বিশ্বের মোট ১১৩টি দেশ এখনও অবধি ভারতের করোনা টিকা সার্টিফিকেটকে গ্রহণ করেছে।

বৃহস্পতিবার রাজ্য়সভায়  (Rajya Sabha) কেন্দ্রের তরফে জানানো হয়, টিকা সার্টিফিকেট নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা সমাধান হয়ে গিয়েছে। বিশ্বের মোট ১১৩টি দেশ ভারতের করোনা টিকা সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলে মান্যতা দিয়েছে। এদের মধ্যে বেশ কিছু দেশ পারস্পরিক বোঝাপোড়া(Mutual Understanding)-তেও রাজি হয়েছে। বাকি দেশগুলি টিকাপ্রাপ্ত যাত্রীদের জন্য় নিজস্ব নিয়ম জারি করেছে।

বিরোধীদের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জানান, ভারতীয়রা যাতে সহজেই, বিনা বাধায় বিদেশ সফর করতে পারেন, তার জন্য ভারত সরকার সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাধিক দেশে প্রবেশের সময় কিংবা একান্তবাসে থাকার নিয়ম নিয়ে বেশ কিছু বাধার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “বিশেষ করে শ্রমিক, পেশাদার ব্যক্তি, পড়ুয়া, ব্যবসায়ী, পর্যটক ও যাদের পরিবার বিদেশে বসবাস করেন, তাদের কথা ভেবে, বিগত কয়েক মাসে  টিকা সার্টিফিকেটের জট কাটানোই কেন্দ্রের অন্যতম কূটনৈতিক প্রচেষ্টা হয়ে উঠেছে।”

১৩ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, এখনও অবধি বিশ্বের ১১৩টি দেশ ভারতের টিকা সার্টিফিকেটকে গ্রহণ করেছে। এদের মধ্যে আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, রাশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশ রয়েছে বলে জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

যে ১১৩টি দেশ ভারতের করোনা টিকা সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকটি দেশ পারস্পরিক বোঝপড়ার শর্ত রেখেছিল বলে জানান বিদেশমন্ত্রী। অর্থাৎ সেই দেশ যেমন ভারতের টিকা সার্টিফিকেটকে মান্য়তা দেবে, তেমনই ভারতও সেই দেশের সার্টিফিকেট গ্রহণ করবে। বাকি দেশগুলি টিকা সার্টিফিকেট গ্রহণ করলেও, তাদের নিজস্ব কিছু নিয়ম রয়েছে, তা মেনে চলতে হবে। ওমিক্রন সংক্রমণের কথা মাথয় রেখে ভারতও বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে।

বিদেশমন্ত্রী বলেন, “বর্তমানে টিকাপ্রাপ্তদের আন্তর্জাতিক ভ্রমণ নিয়ে কোনও বহুপাক্ষিক চুক্তি হয়নি। তবে যখনই কোনও দেশ টিকাপ্রাপ্ত ভারতীয়দের ভ্রমণের ক্ষেত্রে নিজস্ব প্রোটোকল জারি করেছে, কেন্দ্রের তরফে দ্বিপাক্ষিক সমঝোতার জন্য যোগাযোগ করা হয়েছে।”

এই মর্মে চলতি বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা সমঝোতাপত্রের মাধ্যমে পৃথক দেশগুলির সঙ্গে টিকা সার্টিফিকেটের স্বীকৃতির অনুমোদন দিয়েছে। ১৩ ডিসেম্বর অবধি ভারত মোট ২২টি দেশের সঙ্গে পারস্পরিক সমঝোতায় রাজি হয়েছে বলে জানান বিদেশমন্ত্রী।

আরও পড়ুন: ZyCoV-D to be introduced by Next Week: আগামী সপ্তাহেই বাজারে আসছে সূচবিহীন করোনা টিকা, আগে টিকা পাবে কোন রাজ্যগুলি?

Next Article