নয়া দিল্লি: পণ্য পরিষেবা কর (GST) সংযুক্তির পর থেকে সবচেয়ে বেশি কর সংগ্রহ হল বছরের শেষ মাসেই। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংগৃহীত জিএসটি এই প্রথম ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার গণ্ডি ছাড়াল। ডিসেম্বর মাসে দেশে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার ১৭৪ কোটি টাকা।
সরকার ডিসেম্বর মাসে সিজিএসটি সংগ্রহ করেছে ২১ হাজার ৩৬৫ কোটি টাকা। এসজিএসটি সংগ্রহ করেছে ২৭ হাজার ৮০৪ কোটি টাকা। আইজিএসটি সংগ্রহ করেছে ৫৭ হাজার ৪২৬ কোটি টাকা। এপর্যন্ত সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। সে মাসে সরকার ১ লক্ষ ১৩ হাজার ৮৬৬ কোটি টাকা জিএসটি বাবদ আদায় করেছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল ডিসেম্বর মাসে।
২০১৯ সালের ডিসেম্বর মাসে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ছিল ১ লক্ষ ৪ হাজার ৯৬৩ কোটি। শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। গত এক বছরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হারে শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। জিএসটি সংগ্রহ বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনই দিল্লির ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে শীতলতম
করোনা সংক্রমণ রুখতে ২৫ মার্চ লকডাউন জারি হয় সারা দেশে। তারপর থেকেই মার খেয়েছিল ব্যবসা। ফলস্বরূপ, কমেছিল জিএসটি সংগ্রহের হারও। কিন্তু আনলক পর্ব শুরু হতেই ফের বৃ্দ্ধি পায় জিএসটি সংগ্রহের হার। অক্টোবরে জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছিল। আর ডিসেম্বরে তা নতুন মাইল ফলক অতিক্রম করল। প্রসঙ্গত, আয়কর দাখিলের মতোই বেড়েছে জিএসটি জমা দেওয়ার সময়সীমাও। নতুন নির্দেশিকা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে জিএসটি।