Gujarat Election Results 2024: মোদী-শাহের রাজ্যে ফুল মার্কস হল না বিজেপির, ১০ বছর পর মাথা তুলল কংগ্রেস
Gujarat Result: ৪০০ পারের জন্য যে সমস্ত রাজ্যে ফুলমার্কসের চেষ্টা চালিয়েছে বিজেপি, তার মধ্যে অন্যতম গুজরাট। ২০১৪ এবং ২০১৯ সালের পুনরাবৃত্তি ২০২৪ সালে হল না গুজরাটে। মোদী-শাহের রাজ্যে বানসকণ্ঠ কেন্দ্রের দখল নিল হাতশিবির। গোটা দেশের পাশাপাশি গুজরাটে পদ্মদুর্গে থাবা বসানো কংগ্রেসের কাছে রীতিমতো উচ্ছ্বাসের কারণ হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে ফুল মার্কস পাওয়া হল না ভারতীয় জনতা পার্টির। গুজরাটে রয়েছে ২৬টি লোকসভা আসন। ২০১৪ এবং ২০১৯ সালে ২৬ আসনেই জিতেছিল বিজেপি। পশ্চিম ভারতের এই রাজ্যে ২০০৯ সালে শেষবার জিতেছিল কংগ্রেস। তার পর ২০২৪ সালে গুজরাটের একটি আসনে জিততে সমর্থ হল কংগ্রেস। গুজরাটের বানসকণ্ঠ লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন কংগ্রেস প্রার্থী জ্ঞানীবেন ঠাকোর। বিজেপি প্রার্থী রেখাবেন চৌধরীকে ৩০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।
৪০০ আসন জেতার লক্ষ্য নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়েছিল বিজেপি। মোদী-শাহদের মুখে ঘুরেফিরে এসেছে ৪০০ পারের প্রসঙ্গ। কিন্তু ফল প্রকাশ হতেই দেখা গিয়েছে ৪০০ থেকে অনেক দূরে থেমে গিয়েছে বিজেপি। এমনকি ২০১৯ সালের থেকেও ফল খারাপ হয়েছে গেরুয়াশিবিরের। ৪০০ পারের জন্য যে সমস্ত রাজ্যে ফুলমার্কসের চেষ্টা চালিয়েছে বিজেপি, তার মধ্যে অন্যতম গুজরাট। ২০১৪ এবং ২০১৯ সালের পুনরাবৃত্তি ২০২৪ সালে হল না গুজরাটে। মোদী-শাহের রাজ্যে বানসকণ্ঠ কেন্দ্রের দখল নিল হাতশিবির। গোটা দেশের পাশাপাশি গুজরাটে পদ্মদুর্গে থাবা বসানো কংগ্রেসের কাছে রীতিমতো উচ্ছ্বাসের কারণ হতে পারে।
গুজরাটের ২৬ আসনের মধ্যে সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি। গান্ধীনগর কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পোরবন্দর কেন্দ্র থেকেও জিতেছেন মনসুখ মান্ডব্য। কিন্তু সেই সব জয়ের বাগানে কাঁটা হয়ে থাকলে বানসকণ্ঠে কংগ্রেসের জয়।
