Bangla NewsIndia Gujarat High Court to Hear Congress Leader Rahul Gandhi's Appeal to Stay in Modi Surname Defamation Case
Rahul Gandhi: সাংসদ পদ কি ফিরে পাবেন? আজ গুজরাট হাই কোর্টে রাহুলের মানহানি মামলার শুনানি
Rahul Gandhi Defamation Case: গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং ২ বছর কারাদণ্ডের সাজা দেয়। দোষী সাব্যস্ত হওয়ার পরদিনই লোকসভার স্পিকার ওম বিড়লা জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেন।
ফাইল চিত্র
Follow Us
নয়া দিল্লি: মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেজায় ফেঁসেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলায় (Criminal Defamation Case) সম্প্রতিই দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস (Congress) নেতা। সুরাট আদালতের তরফে তাঁকে দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সাজা পাওয়ার পরদিনই নিয়ম অনুযায়ী সাংসদ পদও খোয়ান রাহুল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে, আপাতত আট বছর নির্বাচনে লড়তে পারবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। খোয়ানো সাংসদ পদ ফেরাতে ও জেলযাত্রা রুখতেই সুরাট ম্য়াজিস্ট্রেট আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে যান রাহুল। কিন্তু গত ২১ এপ্রিল দায়রা আদালতের তরফেও রাহুলের আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপরই গুজরাট হাই কোর্টের (Gujarat High Court) দ্বারস্থ হন রাহুল গান্ধী। আজ গুজরাট হাই কোর্টে সেই মামলার শুনানি।
এক নজরে রাহুল গান্ধীর মানহানি মামলা-
এদিকে, গুজরাট হাই কোর্টে রাহুল গান্ধীর আবেদন জমা পড়ার পরদিনই ওই আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন গুজরাট হাই কোর্টের বিচারপতি গীতা গোপী। তিনি প্রধান বিচারপতি এজে দেশাইয়ের হাতে, অপর একটি বেঞ্চে এই মামলার শুনানি হস্তান্তরিত করে দেন।
সুরাট দায়রা আদালতের আদেশকেও চ্যালেঞ্জ করে গত ২৫ এপ্রিল গুজরাটের হাইকোর্টে আবেদন করেন।
গত ২১ এপ্রিল রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত ও দুই বছরের সাজার উপরে স্থগিতাদেশ জারির যে আর্জি জানিয়েছিলেন, তা খারিজ করে দেয় সুরাট দায়রা আদালত।
সুরাট আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই গত ৩ এপ্রিল সুরাটের দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধী।
দোষী সাব্যস্ত হওয়ার পরদিনই অর্থাৎ ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেন।
গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং ২ বছর কারাদণ্ডের সাজা দেয়।
রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতেই সুরাটের বিজেপি নেতা তথা বিধায়ক পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, “সমস্ত চোরদের পদবিই মোদী হয় কেন? তা সে নীরব মোদীই হোক বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী”।