নয়া দিল্লি: রূপচর্চা-রূপসজ্জা করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সেই রূপচর্চাই মৃত্য়ুর কারণ হয়ে উঠবে, তা হয়তো কল্পনাও করতে পারেন না কেউ। অবিশ্বাস্য় মনে হলেও এমনটাই ঘটেছে মধ্য় প্রদেশে(Madhya Pradesh)। স্ত্রী রূপচর্চা করতে ভালবাসেন, প্রায়দিনই বিউটি পার্লারে যান। কিন্তু এই খরচ অহেতুক বলেই মনে হত স্বামীর। সেই কারণেই স্ত্রী পার্লারে যাওয়ার বায়না ধরলেও, তাঁকে বাধা দিয়েছিলেন। রাগের বশে তাই আত্মহত্যা (Suicide) করে বসলেন মহিলা। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্য প্রদেশের ইন্দোরে ৩৪ বছরের এক মহিলা আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বামী বিউটি পার্লারে যেতে বাধা দেওয়ায় ওই মহিলা গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গিয়েছে, ইন্দোরের স্কিম নম্বর ৫১ এলাকার বাসিন্দা ওই মহিলা। স্বামীর সঙ্গে একাই তিনি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে ওই মহিলা বিউটি পার্লারে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাঁর স্বামী বাধা দেন। পার্লারে যাওয়ার প্রয়োজন নেই বলেই জানান তিনি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। এরপরই তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এমনিই স্ত্রী রাগ করেছে ভেবে স্বামীও বিরক্ত করেননি। কিন্তু ঘণ্টাখানেক বাদেও ঘর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় তিনি দরজা ধাক্কাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে তিনি বাধ্য় হয়ে ঘরের দরজা ভাঙেন। দেখতে পান, ফ্য়ান থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছে স্ত্রী।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে ও ময়নাতদন্ত করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।