নয়া দিল্লি: রাজ্যসভায় মেয়াদ শেষ হয়েছে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজ়াদের (Gulam Nabi Ajad)। তাঁর সম্পর্কে বিদায়ী ভাষণে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ়াদের সম্পর্কে কথা বলতে গিয়ে চোখে জল এসেছিল তাঁর। মোদীর বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আজ়াদও। কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যের পর আজ়াদের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছিল বিভিন্ন মহলে। এ বার সেই সব জল্পনার স্পষ্ট বার্তা মিলল কংগ্রেস সাংসদ গুলাম নবি আজ়াদের কাছ থেকে।
সংসদের উচ্চকক্ষে বিদায়ী ভাষণে আজ়াদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেছিলেন, “আপনাকে আমি অবসর নিতে দেব না।” আর আজ়াদ বললেন, “আমি এখন মুক্ত আমার আর সাংসদ, মন্ত্রী বা দলীয় পদে থাকার কোনও ইচ্ছে নেই।” তবে মানুষের সেবায় তিনি থাকবেন, তার জন্য একাধিক জায়গায় কাজ করতে দেখা যাবে আজ়াদকে, এ কথাও শোনা গেল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে।
রাজ্যসভায় বক্তব্য রাখার সময় মোদীর মুখে উঠে এসেছিলেন ব্যক্তি নবি আজ়াদ। আজ়াদের বাড়ির বাগানের এক টুকরো কাশ্মীরের কথা বলে উপত্যকাকে আরও নিজের করে নিতে চেয়েছিলেন মোদী। এমনটাই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। আর রাজ্যসভায় কাশ্মীর নিয়ে কথা বলতে গিয়ে আজ়াদ ফিরে গিয়েছিলেন কাশ্মীরি পন্ডিতদের ভালবাসার প্রসঙ্গে। এ দিন আবারও কাশ্মীর থেকেই কথা বলা শুরু করলেন আজ়াদ। সকলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর রাজনৈতিক যাত্রার একাংশ। সংবাদ সংস্থা এএনআইকে আজ়াদ বলেন, “১৯৭৫ সালে আমি জম্মু ও কাশ্মীরের যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। আমি দলের একাধিক পদে কাজ করেছি। অনেক প্রধানমন্ত্রীর সঙ্গ পেয়েছি। দেশের জন্য কাজ করতে পেরে আমি ধন্য। সততার সঙ্গে কাজ করে আমি ভারত ও বিশ্বকে চেনার সুযোগ পেয়েছি।”
আরও পড়ুন: বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাসী নয়: প্রধানমন্ত্রী
রাজ্যসভায় মোদীর বিদায়ী ভাষণে আপ্লুত আজ়াদের কণ্ঠে এসেছিল অটল বিহারী বাজপেয়ীর কথা। আজ়াদ বলেছিলেন, “আমি অটলজির কাছে শিখেছি কীভাবে সংসদ চালাতে হয়।” এ বার আর রাজনৈতিক পথে না ফেরার সুর আজ়াদের গলায়। “অনেক কাজ করেছি, এখন মুক্ত, রাজনীতিতে আমার কাজ নিয়ে আমি আমি সন্তুষ্ট”, এভাবেই নিজের ভবিষ্যত নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কংগ্রেস সাংসদ। তবে নবি আজ়াদ রাজনীতির পথে না থাকলেও, মানুষের সেবায় থাকবেন। আর সেখানেই প্রধানমন্ত্রীর ‘অবসর না নিতে দেওয়ার’ বার্তায় ইঙ্গিতপূর্ণ বার্তা খুঁজে পাচ্ছেন ওয়াকিবহাল মহলের একাংশ।