বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাসী নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, আমি সংসদেও বলেছি যে সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠতায় পরিচালিত হতে পারে কিন্তু দেশ সকলের ঐক্যমত ও সম্মতিতেই পরিচালিত হয়।

বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাসী নয়: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানমঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি:ANI
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 2:55 PM

নয়া দিল্লি: বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না এবং দেশ পরিচালনে ঐক্যমতেই বিশ্বাস করে, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় (Deendayal Upadhyaya)-র ৫৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, “আমাদের দল সবসময়ই রাষ্ট্রনীতিকে রাজনীতির আগে রাখে এবং বিরোধী রাজনৈতিক দলগুলিকেও সম্মান দেয়।”

ভারতীয় জন সংঘের নেতা দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ও অন্যান্য অন্যান্য বিজেপি নেতৃত্ব দীনদয়ালের মূর্তিতে শ্রদ্ধা অর্পণ করেন। সেই অনুষ্ঠানমঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দল কোনও রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না। শাসক দল হিসাবে আমরা রাজনীতির আগে রাষ্ট্রনীতিতে বিশ্বাসী। সেই কারণেই আমরা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে এবং অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগোই ও নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসসি জামিরকেও পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী জানান, আমি সংসদেও বলেছি যে সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠতায় পরিচালিত হতে পারে কিন্তু দেশ সকলের ঐক্যমত ও সম্মতিতেই পরিচালিত হয়। পণ্ডিত দীনদয়ালের মৃত্যুবার্ষিকী পালন প্রসঙ্গে তিনি বলেন, “একা দীনদয়াল নয়, সুভাষ চন্দ্র বসু, বিআর আম্বেদকর ও সর্দার বল্লভভাই পটেলের মতো বিখ্যাত ব্যক্তিত্বদেরও সম্মান জানিয়েছে সরকার, যা অন্য কোনও রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে কখনওই করত না।”

আরও পড়ুন: ‘উদ্ধারকার্যের গতি মন্থর কেন?’ ক্ষুব্ধ পরিজনেরা, বিপর্যয়ের ৫দিন পরও নিখোঁজ ১৭০

দীনদয়াল উপাধ্যায় “অন্তোদ্যয়”-র যে মতে বিশ্বাসী ছিলেন, সেই প্রসঙ্গ ধরেই প্রধানমন্ত্রী মোদী বলেন, “দীনদয়াল উপাধ্যায়জি সবসময় আমাদের অনুপ্রাণিত করেছেন। আজও, তাঁর মতামত সমানভাবে প্রাসঙ্গিক। সময় যতই পরিবর্তিত হোক না কেন, মানবতার কল্যাণে ওনার অবিচ্ছেদ্য মানব দর্শন বরাবরই প্রাসঙ্গিক থাকবে।”

তিনি আরও বলেন, “দেশের অর্থনীতিতে শক্তি জোগাতে যে আত্মনির্ভর ভারত কর্মসূচির সূচনা করা হয়েছে, তা দীনদয়াল উপাধ্যায়জির অনুপ্রেরণাতেই মানবকল্যাণের উদ্দেশে সূচনা করা হয়েছে। সরকারের নেশন ফার্স্ট নীতি কেবল দেশের অভ্যন্তরে নয়, বিদেশনীতিতেও মেনে চলা হয়।”

দেশের আত্মনির্ভরতার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের সময় আমাদের দেশকে অস্ত্রের জন্য অন্যান্য দেশের উপর নির্ভর করতে হত। সেইসময়ই দীনদয়ালজি বলেছিলেন যে ভারতকে কেবল কৃষিক্ষেত্রে আত্মনির্ভর করলে চলবে না, একইসঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভর হয়ে উঠতে হবে। ”

অনুষ্ঠানমঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূরণে দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি সংগঠনগুলি সমাজ কল্যাণে ৭৫টি কর্মসূচির দায়িত্ব নিক।” একইসঙ্গে তিনি দলের সাংসদ ও অন্যান্য নেতাদের নির্দেশ দেন, তাঁরা নিত্যদিন যে বিদেশী পণ্যগুলি ব্যবহার করেন, তার একটি তালিকা প্রস্তুত করতে এবং বিদেশী পণ্যগুলি বর্জ্য করে দেশীয় পণ্য ব্যবহার করতে।

আরও পড়ুন: প্রয়াগে ডুব লাগাবেন প্রিয়ঙ্কা, ‘নাটক’ আখ্যা হিন্দু মহাসভার