প্রয়াগে ডুব লাগাবেন প্রিয়ঙ্কা, ‘নাটক’ আখ্যা হিন্দু মহাসভার
গতকাল সাহারানপুরে প্রচারে কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। আজ এলাহাবাদেও কৃষি আইন ও কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে পারেন তিনি।
এলাহাবাদ: কিষাণ সমাবেশের পর এবার গঙ্গাস্নান! আজ গঙ্গায় ডুব লাগিয়েই এলাহাবাদে নির্বাচনী প্রচার শুরু করবেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। বৃহস্পতিবার মৌনি অমাবস্যার দিন এলাহাবাদ (Allahabad) যাচ্ছেন তিনি। সেখানেই গঙ্গা স্নান করে তারপর প্রচারে নামবেন প্রিয়ঙ্কা, এমনটাই জানিয়েছেন কংগ্রেসের মিডিয়া ইনচার্জ ললন কুমার।
আগামী বছরই উত্তর প্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখেই আগেভাগেই নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছেন উত্তর প্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তবে কোনও সভামঞ্চ নয়, আজকের সফরে গঙ্গাস্নান ও নেহেরুর বাসভবনে যাওয়ার পরিকল্পনাই রেখেছেন প্রিয়ঙ্কা গান্ধী। আজ দুপুর ১টা থেকে ৩টে অবধি এলাহাবাদের প্রয়াগরাজে থাকবেন তিনি। সেখানে গঙ্গায় পুণ্যস্নান করে শঙ্করাচার্যের সঙ্গেও দেখা করবেন তিনি। এরপর জওহরলাল নেহেরুর প্রাক্তন বাসস্থান আনন্দ ভবনে যাবেন প্রিয়ঙ্কা। বিকেলেই দিল্লি ফিরে আসবেন তিনি।
আরও পড়ুন: সীমান্তে সেনা প্রত্যাহারে দুই দেশকেই মানতে হবে তিনটি শর্ত, জানালেন রাজনাথ
বর্তমানে সংগ্রহশালায় পরিণত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বাসস্থানে যাওয়ার পিছনে কারণ না জানানো হলেও গতকাল সাহারানপুরে যেমন কৃষক আন্দোলন নিয়ে কথা বলেছিলেন তিনি, আজও এলাহাবাদে কৃষক আন্দোলনের সমর্থনে কথা বলতে পারেন প্রিয়ঙ্কা।
এদিকে, প্রিয়ঙ্কার এলাহাবাদ সফর ও গঙ্গাস্নানের পরিকল্পনাকে নাটক বলেই আখ্যা দিয়েছে হিন্দু মহাসভা। ওই সংগঠনের প্রেসিডেন্ট চক্রপাণী মহারাজ বলেন, “একদিকে কংগ্রেসের বিধায়ক রাম মন্দির নির্মাণে আর্থিক অনুদান দিচ্ছেন, আরেকদিকে মৌনি অমাবস্যায় গঙ্গাস্নান করে নাটক করছেন প্রিয়ঙ্কা গান্ধী। দলের এই দুতরফা নকল রূপ সকলেই দেখতে পাচ্ছেন।”
সম্প্রতি কেরলের এক কংগ্রেস বিধায়ককে রাম মন্দির নির্মাণে অনুদানের ছবি ভাইরাল হয়। বিতর্ক শুরু হতেই তিনি জানান, আরএসএসের সদস্যরা তাঁকে ভুল বুঝিয়েছিল। তিনি জানতেন অন্য কোনও একটি মন্দির গঠনের জন্য আর্থিক অনুদান নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: অবস্থান বদলে মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে মোদী সরকার