Gyanvapi Masjid: বারাণসী আদালতের রায়কেই মান্যতা, জ্ঞানব্যাপী মসজিদে ASI সমীক্ষার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 03, 2023 | 11:48 AM

Archaeological Survey of India: এ দিন এলাহাবাদ হাইকোর্টের তরফে বারাণসী আদালতের রায়কেই মান্যতা দিয়ে ও অঞ্জুমান ইন্তেজ়ামিয়া মসজিদ কমিটির আর্জি খারিজ করে দিয়ে বলা হয়, "জ্ঞানব্যাপী মসজিদে এএসআই সমীক্ষা শুরু হবে। সুবিচারের জন্য এই সমীক্ষা জরুরি। নির্দিষ্ট কিছু শর্তের অধীনে এই সমীক্ষা হবে।"

Gyanvapi Masjid: বারাণসী আদালতের রায়কেই মান্যতা, জ্ঞানব্যাপী মসজিদে ASI সমীক্ষার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

এলাহাবাদ: ফের জ্ঞানব্যাপী মসজিদে (Gyanvapi Mosque) বৈজ্ঞানিক সমীক্ষায় (Scientific Survey) অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া(Archaeological Survey of India)-কে ফের বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা শুরুর অনুমতি দেওয়া হল। এ দিন এলাহাবাদ হাইকোর্টের তরফে জানানো হয়, সুবিচারের জন্য জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার প্রয়োজন।

গত ২১ জুলাই বারাণসী জেলা আদালত কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশে অবস্থিত জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে। সেই নির্দেশ মেনে গত ২৪ জুলাই জ্ঞানব্যাপী মসজিদের সমীক্ষা শুরু করা হয়। কিন্তু জ্ঞানব্যাপী মসজিদের কমিটি,  অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ওই দিনই অর্থাৎ, ২৪ জুলাই সুপ্রিম কোর্টের তরফে আর্কিওলজিক্যাল সার্ভের ওই সমীক্ষা ২৬ জুলাই অবধি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।  অন্যদিকে, গত ২৭ জুলাই এলাহাবাদ হাইকোর্টের তরফে  এএসআই সমীক্ষাকে চ্যালেঞ্জ করে যে আর্জি দাখিল করা হয়েছিল, তার রায়দান ৩ অগস্ট অবধি স্থগিত রাখা হয়।

এ দিন এলাহাবাদ হাইকোর্টের তরফে বারাণসী আদালতের রায়কেই মান্যতা দিয়ে ও অঞ্জুমান ইন্তেজ়ামিয়া মসজিদ কমিটির আর্জি খারিজ করে দিয়ে বলা হয়, “জ্ঞানব্যাপী মসজিদে এএসআই সমীক্ষা শুরু হবে। সুবিচারের জন্য এই সমীক্ষা জরুরি। নির্দিষ্ট কিছু শর্তের অধীনে এই সমীক্ষা হবে।”

প্রসঙ্গত, গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের তরফে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে জ্ঞানব্যাপী মসজিদের অজুখানা বাদে বাকি অংশে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেওয়া হয়। জ্ঞানব্যাপী মসজিদের নীচে আদৌই মন্দিরের অস্তিত্ব ছিল কি না, তা জানার জন্য প্রয়োজনে খননের নির্দেশও দেওয়া হয়।

এ দিন এলাহাবাদ হাইকোর্টের তরফে রায়দানের পরই হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন, “এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদে এএসআই সমীক্ষা শুরু হবে। সেশন আদালতের নির্দেশকেই মান্যতা দেওয়া হয়েছে হাইকোর্টে।”

উত্তর প্রদেশের উপমুখ্য়মন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য বলেন, “এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি। আমার বিশ্বাস যে এএসআই সমীক্ষায় আসল সত্যটা সামনে আসবে ও জ্ঞানব্যাপী বিতর্কের অবসান হবে।

Next Article